
মেদিনীপুর 18 ই জানুয়ারি:
ফের নতুন নির্দেশিকা ঘোষণা কমিশনের।এবার নথি জমা দেওয়া যাবে অনলাইনে।এনুমারেশন পর্বের শেষে, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি।আর তার আগে শুরু হল SIR-এর শুনানির প্রক্রিয়া। সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে কি না, তা অনেকাংশেই নির্ভর করবে এই শুনানি পর্বের উপর।

এবার শুনানিতে ডাক পাওয়া ভোটাররা তাদের নথি জমা দিতে পারবেন অনলাইনে, এরকমই ঘোষণা করল নির্বাচন কমিশন। মূলত এখন চলছে শেষ পর্যায়ে এস আই আর এর হেয়ারিং এর কাজ। আর তাই তড়িঘড়ি অনেকেই হেয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে কমিশন।
নো ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি, তাঁদেরই প্রথমে ডাকা হচ্ছে। শুনানির দায়িত্বে থাকবেন ERO এবং AERO-রা। শুনানি স্থলে ERO, AERO, মাইক্রো অবজার্ভার এবং সংশ্লিষ্ট ভোটার একটি রেজিস্টারে সই করবেন। পরে সেই ছবি আপলোড করা হবে। এনুমারেশন ফর্ম ও রেজিস্টারে থাকা ভোটারের সই মিলিয়ে দেখা হবে।নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি – ২০২৬ অনুসারে আপনি কি SIR এর শুনানির নোটিশ পেয়েছেন?

আপনি কি সাময়িকভাবে রাজ্যের বাইরে বসবাস করছেন/অন্য রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিক? তাহলে কী করতে হবে?নির্বাচন কমিশন জানিয়েছে, আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, তাহলে আপনি এখনই SIR এর শুনানির নথি জমা দিতে পারবেন। কীভাবে করবেন এই কাজ?
অনলাইনে SIR এর শুনানির নথি জমা দেওয়ার ধাপ:
ক্লিক করুন- https://voters.eci.gov.in/
ক্লিক করুন Submit Document Against Notice Issued |ওটিপি যাচাইকরণের মাধ্যমে আপনার মোবাইল নম্বর বা এপিক (ভোটার আইডি) ব্যবহার করে লগ ইন করুন।আপনার এপিক / নোটিশ রেফারেন্স নম্বর লিখুন এবং যাচাইকরণের জন্য ‘ওটিপি পাঠান’ (Send OTP) বোতামে ক্লিক করুন।

প্রয়োজনীয় নথি আপলোড করে জমা দিন।নির্বাচন কমিশন জানিয়েছে, পরবর্তীকালে নতুন ভোটারের নাম তোলার ক্ষেত্রে CAA সার্টিফিকেট জমা নেওয়া হবে। এদিকে, কাজে যোগ না দেওয়ার কথা জানিয়ে এদিন CEO-র দফতরে আসেন বেশ কয়েকজন মাইক্রো অবজার্ভার। অন্যদিকে, এখনও পর্যন্ত কাজে যোগ না দেওয়া এবং তার কারণ না জানানোর জন্য ৭৭৮ জন মাইক্রো অবসার্ভারকে শো কজ করেছে কমিশন। যদিও ইতিমধ্যে এই হেয়ারিং নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে জেলার সহ রাজ্যের মানুষের মধ্যে।