SIR Form: সোনাগাছিতে বিশেষ ক্যাম্প নির্বাচন কমিশনের!তালিকায় নাম তুলতে উপকৃত হবেন যৌনকর্মীরা

Share

কলকাতা 5 ই ডিসেম্বর:

যৌনকর্মীদের কাছে সুখবর! অবশেষে বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন।মূলত এনিউমারেশন ফর্ম ফিলআপ সংক্রান্ত বিশেষ ক্যাম্পের আয়োজন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।সূত্রে জানা যায় আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে।

গোটা রাজ্যজুড়ে এখন চলছে SIR ফর্ম ফিলাপ এর সঙ্গে জমা দেওয়ার শেষ পর্যায়ের কাজ। এরপরই খসড়া তালিকা প্রকাশ করা হবে। তবে তার আগে যাতে কোন সমস্যায় না পড়ে যৌনকর্মীরা তার জন্য বিশেষ ক্যাম্প করতে চলেছে নির্বাচন কমিশন। সূত্র অনুযায়ী জানা যায়এনিউমারেশন ফর্ম সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগর ওয়ালকে চিঠি দিয়েছিলেন যৌনকর্মী এবং তাঁদের সন্তানদের জন্য কাজ করা তিনটি সংগঠন- ‘সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন’, ‘উষা মাল্টিপার্পাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এবং ‘আমরা পদাতিক’।সেই চিঠির প্রত্যুত্তরে রাজ্যের CEO দপ্তর যৌন কর্মীদের আশ্বস্ত করে জানিয়েছিল, হিয়ারিং-এর সময়ে যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হবে।

যৌনকর্মীরা তাতে আশ্বস্ত হলেও, তাঁদের জন্য কাজ করা তিনটি সংগঠন কমিশনে চিঠি দিয়ে জানিয়েছিল, এনিউমারেশন ফর্ম ফিলআপ করতে ভয় পাচ্ছেন অনেক যৌনকর্মী। এমনকী, আতঙ্কে তাঁরা যৌনপল্লি ছেড়ে চলে যাচ্ছেন। ফলে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত কোনও ক্যাম্পের উদ্যোগ যদি কমিশন নেয়, তা হলে যৌনকর্মীরা উপকৃত হতে পারেন বলে জানানো হয়েছিল কমিশনে।এর পরেই রাজ্যের সিইও সংবাদ সূত্রে জানিয়েছিলেন,ইতিমধ্যেই তিনি বিষয়টি সংশ্লিষ্ট জেলার ‘ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার’ ও ‘ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার’-দের সঙ্গেও কথা বলেছেন।এই নিয়ে শুক্রবার উত্তর কলকাতার DEO সংবাদমাধ্যমকে জানান, আগামী ৯ ডিসেম্বর কলকাতার সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। ১৬৬-শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাগাছির বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে যাবেন কমিশনের আধিকারিকরা।

সেখানে পৌঁছে এনিউমারেশন ফর্ম সংক্রান্ত যৌনকর্মী দের সমস্যার কথা শুনবেন তাঁরা এবং সহায়তা করবেন।এর ফলে উপকৃত হবে এই সোনাগাছিতে থাকা কয়েকশ যৌনকর্মী ও তার পরিবার। উল্লেখ্য, নির্বাচন কমিশন চাইছে যাতে কোনভাবেই ভারতীয় বৈধ ভোটারের একজনের নাম বাদ না যায় SIR এর তালিকা থেকে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in