CRPF Jawan:নিহত জওয়ানের দেহ এলো মেদিনীপুরে! শ্রদ্ধা জানালো সেনাবাহিনী সহ পরিবারের লোকজন

Share

নিজস্ব প্রতিনিধি,গোয়ালতোড়:

মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত বাংলার এক সিআরপিএফ জওয়ান।নাম সুনীল কুমার মন্ডল।বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার অন্তর্গত গাছউপড়া গ্রামে।গত শনিবার ঝাড়খন্ডে জঙ্গলে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়ে মারা যান। এদিন তার নিথর দেহ বাড়িতে এলে শ্রদ্ধা জানান সহকর্মী সহ পরিবারের লোকজন।

মূলত গোয়ালতোড়ের গাছ উপড়া গ্রামে লক্ষ্মী মন্ডলের তিন ছেলে ও এক মেয়ে।এই সুনীল মণ্ডল পরিবারের কনিষ্ঠতম সন্তান। দীর্ঘদিন সিআরপিএফে কর্মরত। প্রায় ৩৭ বছর তার কর্মজীবন। সম্প্রতি ছুটিতে তার বাড়ি আসার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে এল নিথর দেহ। আর সেই দেহ পৌঁছতেই ভেঙে পড়ল গোটা গ্রাম ও তার পরিবার।এদিন সন্ধ্যা রাত নাগাদ তার নিথর দেহ নিয়ে আসা হয় তার দেশ বাড়িতে। অপেক্ষার পর দেহ ফিরলে তাকে সসম্মানে শ্রদ্ধা জানান তার ব্যাটেলিয়ানের সেনা কর্মীরা। দেওয়া হয় গার্ড অব ওনার।এরই সঙ্গে পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান।

অন্যদিকে, এই ঘটনায় বাঁকুড়ার রাজগ্রামের বাসিন্দা সিআরপিএফ জওয়ান পার্থপ্রতীম দে আহত হয়েছেন ৷ রবিবার তাঁর অস্ত্রোপচার হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে ৷

এ বিষয়ে নিহতের দাদা অমল মন্ডল বলেন সেনা বাহিনীতে যোগ দেওয়ার সময়ই আমরা শপথ গ্রহণ করি যে নিজের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করে যাব। তাই আমরা কোন কিছুতেই ভয় পাই না।আমার ভাই ও দীর্ঘদিন সেনাবাহিনীতে যুক্ত।দেশের কাজ করতে গিয়ে প্রাণ দেওয়াতে আমরা গর্বিত।আমরা কোনভাবেই পিছু পা হইনা দেশের নিরাপত্তার স্বার্থে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in