
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গোটা রাজ্য জুড়ে কেন্দ্রবিন্দু এখন দিলীপ ঘোষ।তিনি একের পর এক বিজেপি নেতা,কার্যকর্তা,বিধায়ক এবং সাংসদদের নানারকম কটুক্তি মন্তব্য করে চলছেন।যা নিয়ে রীতিমতো সোরগোল রাজ্যে বিজেপিতে।যদিও মেদিনীপুরে এসে দিলীপ ঘোষ নিয়ে মুখে কুলুপ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর।তিনি বললেন আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদি,বাকি আমরা সবাই একনিষ্ঠ কর্মী।

২০২১ সালের ভোটে প্রায় ৫৭ জন বিজেপি কর্মী মারা গিয়েছে।আর সেই বিজেপি কর্মীদের আত্মবলিদান কে স্মরণ করতে শ্রদ্ধাঞ্জলি দিতে মেদিনীপুরে মৌন মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এই দিন তিনি জেলা পার্টি অফিসে প্রথমে আসেন।সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করে শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানান। এরপর সমস্ত জেলার বিজেপি কর্মী নেতৃত্ববর্গ কে সঙ্গে নিয়ে ডিজিটাল প্রদীপ নিয়ে একটি মিছিল করেন শহরজুড়ে।সেই মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও অংশ নিয়েছিল বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়,শীতল কপাট বিজেপি,জেলা সভাপতি সহ বিজেপি কার্যকর্তা ও মহিলা নেতৃত্ব বর্গ।এই দিন এই মিছিল জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে এলআইসি হয়ে ক্ষুদিরাম স্ট্যাচুর কাছে শেষ হয়।সেখানে ক্ষুদিরাম মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী।

তবে তার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ মন্তব্যে বলেন,” তিন দিন ধরে আমি দিলীপ বাবু নিয়ে কোন মন্তব্য করিনি, আর করতেও চাই না।পাশাপাশি তিনি এও বলেন আমার ঘোষিত অবস্থান হল মমতা ভাগাও হিন্দু বাঁচাও।এরপর গতকালের বিজেপি পার্টি অফিসে জেলা সভাপতির গাড়ি ঘিরে মারধর ভাঙচুরের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের দলগতভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে কালকের ঘটনার সঙ্গে বিজেপি কোন ভাবে জড়িত নয়,তারা কেউই বিজেপি নয়।” পাশাপাশি তিনি এও বলেন তৃণমূলকে হটাতে আমরা ঐক্যবদ্ধ।আমাদের একজনই নেতা তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী।আমরা সবাই কর্মী,পার্টির এক্টিভ মেম্বার।একটু কটাক্ষের সুরে বলেন আমরা উড়িষ্যার বর্ডারে থাকি তাই এটা নিয়ে যারা আনন্দ করছে তাদেরকে একটাই কথা বলব”মিছা কও,মনকে পাও।”

প্রসঙ্গত উল্লেখ্য,দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে একই আসনে মমতা দিলিপের বসার পর থেকেই রাজ্য রাজনীতিতে উত্তাল ছড়িয়ে পড়ে।দিলীপকে ঘিরে যেমন বিক্ষোভ দেখানো হয় তারই পাশাপাশি দিলীপ অনুগামীদেরও বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়।খোদ মেদিনীপুরে বিজেপি জেলা অফিসে দিলীপ অনুগামী হিসেবে পরিচিত বিজেপির মেদিনীপুর জেলা সভাপতি কে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় এক প্রস্থ।সেই সঙ্গে গাড়ি ভাঙচুর এবং মারধর করারও ছবি ফুটে উঠে। যেই ঘটনায় শুভেন্দু অধিকারীর বক্তব্য তারা কেউই বিজেপি নয়।