Prayag raj:একজন কোর্টের আইনজীবী,এক জন লেকচারার তবুও মাকে ফেলে গেলেন মহাকুম্ভে!”ছেলেরা এসে নিয়ে যাবে”আশায় বৃদ্ধা

Share

নিজস্ব প্রতিনিধি,প্রয়াগরাজ:

আবার একটি বেদনাদায়ক ঘটনার ছবি মহাকুম্ভে।ছেলেদের কেউ আইনজীবী কেউবা লেকচারার কিন্তু তবুও মাকে ফেলে গেল প্রয়াগ রাজে। বৃদ্ধা অপেক্ষা করছেন এই আশায়”হয়তো ছেলেরা এসে তাকে বাড়ি নিয়ে যাবে” কিন্তু কেউ আসেনি।

অশীতিপর এই বৃদ্ধার নাম রেখা দ্বিবেদী।তাঁর ঠিকানা বলতে পারেনি।ছেলেরা তাঁকে মহাকুম্ভে ফেলে চলে যাওয়ার পরও,আশায় আশায় তিন দিন অপেক্ষা করেছিলেন তিনি “এই বুঝি তারা ফিরে আসবে,তাঁকে বাড়ি নিয়ে যাবে”। কিন্তু কেউ আসেনি।ঘটনা চক্রে জানা যায় ওই বৃদ্ধার চার ছেলেই সুপ্রতিষ্ঠিত।তাদের মধ্যে আবার একজন হাইকোর্টের আইনজীবী এবং একজন কলেজের লেকচারারও। কিন্তু ৮০ বছর বয়সি মায়ের দায়িত্ব নিতে কেউই রাজি নয়।প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এনে মাকে তাঁরা ফেলে রেখে গিয়েছেন। তিন দিন ধরে বৃদ্ধা প্রয়াগরাজে একা-একা ঘুরছিলেন। এ এক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে তাঁর মর্মান্তিক কাহিনি।এই বৃদ্ধা মহাকুম্ভে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার’ রয়েছে।সেখান থেকে তাঁর চার ছেলের সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল।

যদিও কেউই মাকে ফিরিয়ে নিতে চাননি।এক ছেলে তো সাফ বলেছেন, ‘মায়ের সঙ্গে আমাদের আর কোনও সম্পর্ক নেই।’অন্যদিকে তিনদিন ধরে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছেন রেখা।ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি। সঙ্গে ছিল দুশ্চিন্তা। দুর্বলও হয়ে পড়েছেন বেশ কিছুটা। কিন্তু তার পরও তিনি তো মা।কোনও ছেলেই তাঁকে ফিরিয়ে নিতে রাজি নয় জানার পরও, ছেলেদের দোষ দিতে চাননি তিনি। তিনি বলেছেন, ‘না না ওরা অযোগ্য সন্তান নয়। ওরা খুব অসহায়। তাই এমন করেছে।’ ভিডিয়ো মারফৎ এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র ক্ষোভ তৈরি হয়েছে নেটিজেনদের মধ্যে।তাঁর ছেলেদের অমানবিক কাজের তীব্র নিন্দা করেছে নেট পাড়া।

একজন মনে করিয়ে দিয়েছেন, তাঁর ছেলেরাও এক দিন বৃদ্ধ হবেন।তিনি বলেছেন, ‘এদের মাথায় থাকে না, কয়েক বছর পর তারাও যখন বৃদ্ধ হবে, তাদের সন্তানরাও তাদের সঙ্গে একই আচরণ করবে। তখন তারা কোন রাস্তায় এবং কোন ফুটপাথে আশ্রয় নেবে?’


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in