
নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
প্রকাশ্য দিবালোকে দুই নাবালকের দাদাগিরি। অবশেষে এলাকার মানুষ জড়ো হয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে তাদের।বন্দুক হাতে ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে।ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক দাঁতন এলাকায়।যদিও দুই কিশোরকে আটক করে জেরা করছে পুলিশ প্রশাসন, পুলিশ সূত্রে খবর ওই দুটি এয়ার গান আসল বন্দুক না।

জানা গিয়েছে শুক্রবার দুপুরে দাঁতন দু’নম্বর ব্লকের রসুলপুর গ্রামে দেশলাই কিনতে গিয়েছিল দুই কিশোর। কিন্তু অভিযোগ সূত্রে জানা যায় এই সময় দোকান বন্ধ থাকায় চিৎকার চেঁচামেচি জুড়ে দেয় কারা। অবশেষে সেই সময় দোকান ভাঙচুরের চেষ্টা করেও বলে অভিযোগ। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ওই দুই নাবালক হাতে বন্দুক উঁচিয়ে হুঁশিয়ারি দিতে থাকে। দুই নাবালকের হুঁশিয়ারিতে এলাকার লোকজন জড়ো হয়ে যায়।ওই দুই নাবালক কিছু বোঝার আগেই তাদের দড়ি বেঁধে আয়ত্তে আনে এলাকার মানুষ জন। এরপর চলে এক প্রস্থ গনধোলাই।তাতেও দমে যাইনি ওই দুই নাবালক তারাও চেষ্টা করে দড়ি ছিঁড়ে বেরিয়ে আসার। এই গন্ডগোলের খবরে এরপর যায় পুলিশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছই দাঁতন থানার পুলিশ।পুলিশ এসে এলাকার মানুষকে শান্ত করে দুই নাবালককে দড়ি খুলে উদ্ধার করে গাড়িতে করে থানায় নিয়ে আসে।

এই ঘটনায় দুজন নাবালকে আটক করেছে দাঁতন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুই নাবালকের বাড়ি দাঁতনের সাবড়া এলাকায়।এরা বিভিন্ন সময় নেশার আসক্ত হয়ে ঘুরে বেড়ায়।তবে যে দুটি বন্দুক পাওয়া গেছে সেগুলি পাখি মারার বন্দুক বলেই মত পুলিশের। মূলত ভয় দেখানোর বাহানায় তারা এই বন্দুক গুলি নিয়ে ঘোরাফেরা করে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উত্তেজনা। তবে এর আগে আর কোথাও এ ধরনের গন্ডগোল করছে কিনা,তাও খতিয়ে দেখতে পুলিশ প্রশাসন।সূত্রে এও খবর এই দিন তারা একটি স্কুলের ছাত্রীদের ইভটিজিং করে বলে অভিযোগ।অন্যদিকে এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব।ঘটনা অনভিপ্রেত বলে দাবি শাসক দল তৃণমূলের।পুলিশ সূত্রে জানা গিয়েছে,যে বন্দুক ওই নাবালকদের হাতে ছিল তা এয়ারগান।ভীতি প্রদর্শনের জন্যই এয়ারগান ব্যবহার করা হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ।স্থানীয়দের বক্তব্য এর আগেও বিভিন্ন সময় এই দুই নাবালক এলাকার মানুষকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে।এলাকায় চুরি ছিনতাই ক্ষেত্রেও এদের হাত রয়েছে বলে আমাদের মনে হয়।

যদিও এই ঘটনায় জেলা পুলিশ আধিকারিক সাংবাদিকদের জানিয়েছেন ওই দুই নাবালককে পুলিশ আটক করে জেরা করছে।যে দুটি বন্দুক দেখা গেছে ওই দুটি সাধারণত এয়ারগান।তবে তদন্ত শেষ না হলে কিছু বলা যাবে না ।