
মেদিনীপুর 7 ই ডিসেম্বর:
মোবাইল ও ডিজিটাল মাধ্যম থেকে দূরে থাকতে, সেই সঙ্গে ফুটবল কে ভালোবেসে যারা এখনো মাঠ ছাড়তে পারেনি তাদেরকে উৎসাহ দিতে দুদিন ব্যাপী MV কাপের আয়োজন মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের। প্রথম দিনে আটটি এবং দ্বিতীয় দিনে আটটি মোট 16 টি দল অংশ নিল এই খেলায়।এই খেলা কে উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ সহ প্রাক্তন ফুটবলাররা।

পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এম ভি কাপ 2025 । গত 6 ই ডিসেম্বর এবং 7 ই ডিসেম্বর এই দুদিন ব্যাপী নিয়ে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে। চতুর্থ বর্ষের এই খেলায় প্রথম দিনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর দায়রা আদালতের লার্নেড চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনুশ্রী দত্ত।এছাড়াও এই দুদিন ব্যাপী এই বিশেষ ফুটবল খেলায় উপস্থিত হয়েছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান,বিধায়ক সুজয় হাজরা,DSA সম্পাদক সঞ্জিত তোরই,গর্ভমেন্ট প্লিডার সুকুমার পড়িয়া,মেদিনীপুর জর্জকোর্টের পাবলিক প্রসিকিউটার রাজকুমার দাস,প্রাক্তন ফুটবলার অমিয় ভট্টাচার্য, অমরেন্দ্র নাথ চ্যাটার্জি সহ অন্যান্যরা।ছোটদের উৎসাহ দিতে প্রথম দিনে মোট 8 টি দলীয় আন্তঃবিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

এরা হলো মাতকাতপুর রেনেসাঁস ইন্টারন্যাশনাল স্কুল, মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রম,ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ, ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন,মৌপাল দেশপ্রাণ হাই স্কুল,ভাদুতলা বিবেকানন্দ বিদ্যাপীঠ,আনন্দপুর হাই স্কুল ও পাকুড়িয়া চিন্তামণি আদর্শ বিদ্যাপীঠ। প্রথম দিনের আটটি খেলায় শেষ পর্যন্ত ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন ফাইনালে জিতে গিয়ে প্রাইজ তুলে নেয়।এরপর 7 ই ডিসেম্বর দ্বিতীয় খেলায় 40 ঊর্ধ্ব বয়স্কদের নিয়ে এই খেলার আয়োজন করা হয়। এই আটটি টিম গুলি হল বর্ধমানের রেনেসাঁস ভেটারেন্স ক্লাব, তমলুক ভেটারেন্স, খড়্গপুরের সাউথ ইস্টার্ন রেল,বেহালা মর্নিং স্টার, কলকাতা ফুটবল একাডেমি,ঝাড়্গ্রাম ভেটারেন্স, পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাব শালবনি প্রাক্তনী। খেলা ছিল চোখে পড়ার মতন।

মূলত মোবাইল থেকে দূরে থাকতে এবং যারা ফুটবলকে ভালোবেসে এখনো মাঠ ছাড়তে পারেনি তাদের উৎসাহ দিতেই এই খেলার আয়োজন।দ্বিতীয় দিনের শেষ খেলায় পশ্চিম মেদিনীপুর ভেটারেন্স ফুটবল ক্লাব খড়গপুর সাউথ ইস্টার্ন রেলওয়ে ভেটারেন্স ক্লাব কে 1 গোলে পরাজিত করে করে। সেরার সেরা কাপ গুলি তুলে দেন বিশিষ্ট অতিথিবৃন্দ।পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ক্লাব সভাপতি অরুন কান্তি সাহা,সঞ্জয় কর ও সৈয়দ নাজিম হাবিব।

এই বিষয়ে ক্লাব সদস্যা রিতা সোম বলেন,”আজকের দিনে ইন্টারনেটের যুগে নেট মুখী তরুণ প্রজন্ম। খেলাধুলা তো বটেই ফুটবল খেলা প্রায় ভুলে যেতে বসেছে। এরকম একটা সময়ে মাঠে তরুণদের ফিরিয়ে আনতে এই ধরনের খেলার উদ্যোগ।এছাড়াও যারা বয়স হয়ে গেলেও এখনো মাঠ কে ভুলতে পারেনি তাদেরকে উৎসাহিত করতে দুদিন ব্যাপী এই খেলার আয়োজন। মোট 16 টি টিম অংশ নিয়েছিল এ দুদিন ব্যাপী খেলায়। সকলেই খুব খেলা উপভোগ করেছে। তবে দর্শক সংখ্যা কম হলেও খেলায় উপভোগের খামতি ছিল না।