Health Checkup:তীব্র দাবদাহে”কেমন আছে শিশুরা”জানতে লায়ন্স ক্লাবের উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির

Share

নিজস্ব প্রতিনিধি,বেলদা:

তীব্র দাবদাহ এরই সঙ্গে ৪৫ ডিগ্রী পার করেছে তাপমাত্রা।এ অবস্থায় বড়রা যেমন হাঁসফাঁস করছে তেমনি কষ্টে আছে শিশুরা।সেই শিশুদের স্বাস্থ্য কেমন রয়েছে তা জানতে বেলদায় অনুষ্ঠিত হলো শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির।এই শিবিরে চোখ,দাঁত, হার্ট সহ সার্বিক স্বাস্থ্য নিয়ে প্রায় ৪০০ শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেন বিশেষজ্ঞরা।উদ্যোক্তা লাইন্স ক্লাব।

তীব্র দাবদাহের মধ্যে শিশুদের স্বাস্থ্যকে সুরক্ষিত করার লক্ষ্যে বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা শিবির সম্পন্ন হলো।লায়ন্স স্কুল লাইফ অ্যান্ড লাইট স্কুলে শিবিরটি সম্পন্ন হয়।শিবির টি বেলদা সুপার স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় সম্পন্ন হয়।শিশুদের হার্ট, চোখ,দাঁত সহ সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।যাদের সমস্যা আছে তাদেরকে চিকিৎসা কিভাবে করা হবে তা বলে দেওয়া হয়।শিবিরে প্রায় ৪০০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়।ক্লাবের সভাপতি ড. সৌমেন বাগ বলেন,”বেলদা লায়ন্স ক্লাবের উদ্যোগে সারা বছর ধরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করা হয়।বর্তমানে হঠাৎ করে খুব গরম পড়ায় অনেক শিশু অসুস্থ হয়ে পড়ছে।শিশুদের সুস্বাস্থের কথা ভেবে ক্লাবের এই প্রয়াস।”শিবিরে উপস্থিত ছিলেন সভাপতি ড. সৌমেন বাগ,সম্পাদক অশোক কুমার চন্দ,কোষাধ্যক্ষ দীপঙ্কর ধাওয়া,অরুণ পাত্র,সুদীপ্ত মাইতি,স্কুলের প্রিন্সিপাল স্মৃতি মহাপাত্র,বিদ্যুৎ ভান্ডার,পার্থ প্রতিম মিশ্র,দেবাশিস জানা প্রমুখ।


Share

dnews.in