Birbaha Hanshda: মানবিক মন্ত্রী!বাড়ি ফেরার সময় টোটো দুর্ঘটনায় আহতদের পাইলট কারে নিয়ে এলেন বীরবাহা হাঁসদা, করলেন তত্ত্বাবধান এবং চিকিৎসার ব্যবস্থার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ঝড় জলের রাতে বাড়ি ফেরার পথে টোটোতে আহত পরিবারকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করে ট্রিটমেন্টের ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।বাড়ি ফেরার সময় তিনি দিলেন পাশে থাকার আশ্বাস।যা নিয়ে রীতিমত খুশি আহত পরিবার।

মানবিক মন্ত্রী!এবার টোটোতে আহত হওয়া যাত্রীদের তুলে নিয়ে গিয়ে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করলেন রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।যা নিয়ে রীতিমত খুশি আহত পরিবার।ঘটনা ক্রমে জানা যায় এই দিন মেদিনীপুরে একটি নিজস্ব কাজে এসেছিলেন এই রাজ্যের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।তিনি ঝাড়গ্রামে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলে মেদিনীপুর শহরের গির্জার কাছে পাস করার সময় একটি টোটো গাড়ি তার গাড়ির উপরে এসে পড়ে যায়।এরপর মন্ত্রীর গাড়ি ব্যাকলাইট ভেঙে যায়।অন্যদিকে টোটোতে থাকা স্বামী স্ত্রী ও তার নয় মাসের শিশু আঘাতপ্রাপ্ত হয়।ওই টোটোতে থাকা দম্পতির স্ত্রী আহত হন,হাতে-পায়ে চোট পান।এরপর দ্রুত মন্ত্রী তার পাইলট কারে আহতদের নিয়ে উপস্থিত হওয়ার মেদিনীপুর হাসপাতালে।সেখানে এই আহতদের তিনি ট্রিটমেন্ট এর ব্যবস্থা করেন এবং তত্ত্বাবধান করেন। পরে ডাক্তাররা দেখে সুস্থ ঘোষণা করলে তিনি বাড়ি ফেরেন এবং যাওয়ার আগে এই আহত পরিবারকে আশ্বাস দিয়ে যান কোন রকম কোন সমস্যা হলে তাকে যেন ফোন করে।এই ঘটনায় স্বস্তির ছায়া মেদিনীপুরে।

এই বিষয়ে মন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন,”আমি মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম বাড়ি ফিরছিলাম।আমার আগের গাড়ির টোটোতে বাচ্চা সহ এই পরিবার যাওয়ার সময় রাস্তার ধারে একটি গর্ততে পড়ে উল্টে যায়।এই সময় আহতদের তুলে নিয়ে হাসপাতালে নিয়ে আসি।ওরা আহত হয়েছে।আমার মন খারাপ হয়ে যায়।আমি ওনাদের আরোগ্য কামনা করি।আশ্বাস দিয়েছি পাশে থাকার।

এই বিষয়ে আহত পরিবারের সদস্যরা বলেন,”আমরা কুইকোটা যাচ্ছিলাম।যাওয়ার পথে গাড়িতে কালো পর্দা থাকায় রাস্তায় উল্টে যায়।তারপর আর মনে নেই।তারপর মিনিস্টার এসে তার গাড়িতে তুলে এনে চিকিৎসার জন্য।ডাক্তার দেখে বলেছে বাচ্চা ভালো আছে,বাচ্চার মা আহত আছে।মন্ত্রী অনেক খোঁজ খবর নিয়েছে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in