BJP MLA:রাজনীতি ছাড়াও তিনি সব কাজে পটু!আলু চাষের পাশাপাশি SIR ফরম ফিল আপ বিজেপি বিধায়কের,অন্য ভূমিকায় শীতল কপাট

Share

ঘাটাল 23 সে নভেম্বর:

একদিকে তিনি বিধায়ক আবার অন্যদিকে তিনি চাষী। তবে এই দুয়ের মধ্যেখানে আবার তিনি ফরম ফিলাপেও ব্যস্ত হয়ে পড়ছেন।বিজেপি বিধায়কের এহেন ভূমিকা এখন চর্চায় ঘাটালে। তবে এটা সম্পূর্ণ নাটক এবং শেষ পর্যায়ে চলছে বলে কটাক্ষ তৃণমূলের।

এবার বিজেপি বিধায়কের চাষবাসের ছবি ফুটে উঠলো সংবাদমাধ্যমে যা নিয়ে জোর চর্চা ঘাটালে। রাজনীতি বাদে অন্য ভূমিকায় এমএলএ শীতল কপাট।মূলত পশ্চিম মেদিনীপুরের ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট।কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি বিধায়ক।তারই একটি চাষের ভিডিওকে নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।ভিডিওতে বিজেপি বিধায়ক শীতল কপাটকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত।পরনে লুঙ্গি গেঞ্জি সাথে মাথায় গামছা।আরও অন্যান্যদের সাথে জমিতে আলু চাষের কাজে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।শুধু চাষের কাজই নই,মাঠেই কাজের ফাঁকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য চলতি SIR এর ফর্ম পুরনও করতে দেখা গেছে বিজেপি বিধায়ককে।

উল্লেখ্য,ঘাটাল মাস্টার প্ল্যান বা শিশু মেলা হোক,ঘাটালে শাসক বিরোধী একাধিক অভিযোগে সরাসরি সাংসদ দেব হোক বা শাসকদল তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন সময় সরব হয়ে বরাবরই শিরোনামে থেকেছে ঘাটালের এই বিজেপি বিধায়ক।এবার তাকে অন্য ভূমিকায় দেখে জোর চর্চা শুরু হয়েছে ঘাটালে।বিজেপি বিধায়কের এহেন ভূমিকাকে ঘাটালের তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন।তাদের কথায়,হাতে আর কয়েকটা মাস বাকি তারপরই উনি প্রাক্তন হয়ে যাবেন, তাই এসব নাটক ঘাটালের মানুষ আর খাবে না,তারা ভোটের সময় সঠিক ভাবে ওনাকে বুঝিয়ে দেবে।ঘাটালের মাস্টার প্ল্যান থেকে ঘাটালের উন্নয়নে উনি ও ওনার দল কিছুই করেননি।আমাদের নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজ উদ্যোগে মাস্টার প্লান সহ একাধিক উন্নয়নের কাজ করছেন।”

তবে এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান,”আমার বাবা একজন কৃষক চাষবাস করেই আমাদের বড়ো করেছেন।বছরে আমাদের একটাই চাষ,আমরা প্রতিবছর চাষবাসের সাথে যুক্ত থাকি।এর সাথে পার্টির কাজেও নিজেকে যুক্ত রাখি।এসময় চাষের মরসুম,মাঠে কাজের সময় অনেকে SIR এর ফর্ম নিয়ে এসেছেন তা দেখে দিয়েছি।বিজেপি বিধায়ক শাসকদল কে পাল্টা খোঁচা দিয়ে বলেন, আমাদের দল কোনো দুর্নীতি যুক্ত দল নই,আমরা কাটমাটির সাথে যুক্ত নেই যে আমাদের ঘরভর্তি টাকা থাকবে।বিধায়ক পাঁচ বছরের জন্য,আজ আছি কাল নাও থাকতে পারি।আমি কৃষক পরিবারের ছেলে চাষবাসই আমাদের কাজ চাষটা করে যেতে হবে।”

অন্যদিকে ঘাটালের তৃণমূল নেতা বিকাশ কর বলেন,”শীতল কপাটের আর মাত্র কয়েক মাস বাকি রয়েছে আর তাই তিনি এই ধরনের নাটক মঞ্চস্থ করছেন ঘাটালে।কখনো আলু চাষ করছেন তো কখনো রান্না করছেন,কখনো বাবার ফর্ম ফিলাপ করছেন।আমরা উনাকে বলতে চাই এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সব স্তব্ধ হয়ে যাবে,উনি পদ হারাবেন।এই ভয়েই শেষ নাটক মঞ্চস্থ করে ফেলেছেন জেলা শহরে।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in