
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
জঙ্গলমহল সফরের আগেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ঢু মারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে ভিড়ের কারণে ক্যাম্পে না ঢুকলেও তিনি পৌরসভার।চেয়ারম্যান এবং কাউন্সিলরদের নির্দেশ দিয়ে গেলেন শিবির গুলিকে সর্বাঙ্গীন সাফল্য লাভ করানোর জন্য। যদিও দুদিনের সফরে ঝাড়গ্রাম গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুদিনের জঙ্গলমহল সফরে ঝাড়গ্রামের উদ্দেশ্যে মেদিনীপুর সার্কিট হাউস থেকে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি গাড়িতে করেই গেলেন ঝাড়গ্রাম।যদি ওই দিন ঝাড়্গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহর থেকে বেরোনোর মুখে কর্নেলগোলার নারায়ণ বিদ্যাভবন গার্লস স্কুলে থমকে দাঁড়ালো মুখ্যমন্ত্রীর কনভয়।মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান এবং কাউন্সিলার সৌরভ বসু অনুরোধ জানালেন দিদিকে ক্যাম্প পরিদর্শন করার জন্য।কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশেই “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্প শুরু হয়েছে চলতি মাসে।যা চলবে নভেম্বর মাস পর্যন্ত।মুখ্যমন্ত্রী প্রথমে গাড়ি থেকেই কথা বলেন কিন্তু ক্যাম্প দেখে তিনি কিছুটা উৎসাহিত হন।এরপর গাড়ি থেকে নেমে সটান ক্যাম্পে ঢুকতে যান।কিছুটা আসার পরই যদিও তিনি পুনরায় গাড়িতে উঠে পড়েন কারণ ক্যাম্প যাওয়ার পথে চারিপাশের লোক লোকজনের এতই ভিড় ছিল যে মুখ্যমন্ত্রী ক্যাম্পে ঢুকতে পারেননি।

এরপরই তিনি পৌরসভার চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশ দিয়ে যান অবিলম্বে ভালো করে শিবির করার সেই সঙ্গে মেদিনীপুরে আন্দোলন গড়ে তোলার।এরপর মুখ্যমন্ত্রীর কনভয় সোজা ধর্মা চৌরঙ্গী হাই রোড ধরে ঝাড়গ্রামের উদ্দেশ্যে পাড়ি দেন।

যদিও এই নিয়ে মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন,”পাড়ার সমাধান শিবিরটা আপনারা ভালো করে করুন সেই যাওয়া সঙ্গে নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস এবং ভারত ছাড়ো আন্দোলন এগুলো করার নির্দেশ দিয়ে গেলেন। পাশাপাশি তিনি এও বলেন এই শিবিরে দিদি ঢুকতে চেয়েছিলেন কিন্তু এত মানুষের ভিড় যে তিনি ঢুকতে পারেননি।তবে তিনি দূর থেকেই আমাদের বার্তা এবং উৎসাহ দিয়ে গেছেন এই ধরনের শিবির ভালো করার।আমরা এখানে সমস্ত সুযোগ সুবিধা রেখেছি সমাধান করার চেষ্টা করছি এবং এই ধরনের যে ঐতিহাসিক সিদ্ধান্ত তা আমরা দিদিমণিকে বলতে পেরেছি সামনে থেকে।

একই কথা জানালেন ওয়ার্ড কাউন্সিলার সৌরভ বসু।তিনি বলেন আমাদের এই শিবির শুরু হয়েছে আজ থেকে যা চলবে গোটা নভেম্বর মাস পর্যন্ত।তবে বিভিন্ন বুথ এবং ওয়ার্ড ভিত্তিক।আমরা চাই দিদির এই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ঐতিহাসিক শিবির আমরা সর্বাঙ্গীণ সাফল্য এবং সুন্দর করে তুলবো।