
নিজস্ব প্রতিনিধি,দাঁতন:
জল দান জীবন দান,এই কথা কে মাথায় রেখে আজ পশ্চিম মেদিনীপুরে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ, দাঁতন -২ এর TeamAjaruddin ও কলেজের সমস্ত ছাত্র-ছাত্রী মিলে পথ চলতি মানুষ,সাধারণ মানুষের হাতে জলের বোতল ও বিস্কুট প্যাকেট হাতে তুলে দেওয়া হলো।

সদ্য গরম পড়তে শুরু হয়েছে আর এই গরম পড়তেই চারিদিকে শুরু হয়েছে জল কষ্ট।বিশেষ করে নিত্যদিন প্রয়োজনীয় বেরোনো মানুষগুলো জলের সমস্যা নিয়ে ভোগেন আর সেই সমস্যা দেখা দেয় শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামগুলিতে।সেই জল সমস্যা মেটানোর জন্য এবার মানুষকে পানীয় জল ও বিস্কুট তুলে দিল পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ এর গভমেন্ট জেনারেল ডিগ্রী কলেজের টিম আজহারউদ্দিন ও কলেজের ছাত্রছাত্রীরা।রাস্তায় পথ চলতি মানুষদের জল বিস্কুট দিয়ে তারা পিপাসা নিবারণ করেন।পাশাপাশি এই ধরনের কর্মসূচি আগামী দিনে চালিয়ে যাবেন বলে তারা প্রতিশ্রুতিও দেন।

এই বিষয়ে কলেজের প্রিন্সিপাল ডক্টর শৈশব কুমার দিন্দা জানান,”আমাদের প্রিয় ছাত্র সেক আজহারউদ্দিন এই উদ্যোগ নিয়েছে,উনাকে সাধুবাদ জানাই।পুরাতন দিনের মাটির কলসির জল খাওয়া সমাজে হারিয়ে গেছে,এই কথাকে মাথায় রেখে সেক আজহারউদ্দিন ও তার টিম মাটির কলসির ট্যাপ কলেজে বসিয়েছে।

কলেজ পড়ুয়া শেখ আজহারউদ্দিন জানায়,”গ্রীষ্মকালে তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের শরীর ও স্বাস্থ্যকে বিপদের মধ্যে ফেলে দেয়।এই অবস্থায়,জল দান,জীবন দান হতে পারে আমাদের সর্বোত্তম পদক্ষেপ। বিশেষ করে গরমের সময় আমাদের শরীরের জলের অভাব হয়, যা ডিহাইড্রেশন সৃষ্টি করতে পারে এবং শরীরের নানা সমস্যা দেখা দিতে পারে।তাই আমাদের উচিত পরিবেশের প্রতি সহানুভূতি দেখিয়ে সকলের কাছে জল পৌঁছে দেওয়া।