Mamata Sava:সবচেয়ে বড় গদ্দার মেদিনীপুরের মীরজাফর তার নাম মুখে বলতে আমার লজ্জা করে!শুভেন্দুর নাম না নিয়ে কটাক্ষ মমতার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দাঁতনে হেলিকপ্টারে করে জুন মালিয়ার সমর্থনে সভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেইখানে সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীকে চাঁছাছোলা ভাষায় কটাক্ষ করেন।তিনি নাম না নিয়ে বলেন মেদিনীপুরে জন্ম এবং মেদিনীপুরের সবচেয়ে বড় গদ্দার আমাদের মীরজাফর যিনি বহু সুবিধে নিয়ে পালিয়ে গিয়েছেন।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন উনারা বারবার বলছেন বোমা ফাটাবেন।কি বোমা ফাটাবেন। যদিও এই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা নিজের দোষ স্বীকার করেন।তিনি বলেন কাজ করতে গেলে ভুল হয়।যদি ভুল কারো হয় তার সংশোধন করে দাও,আমরা বরং ঠিক করে নেব। কিন্তু তা বলে বোমা ফাটাবার নাম করে ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে,দু লক্ষ পরিবার না খেতে পেয়ে মরবে এটা হতে পারে না। উল্লেখ্য এদিন সভা ঘিরে জোড় তৎপরতা ছিল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে,যার বেশিরভাগটাই ছিল মহিলারা। এদিন এই মমতা ব্যানার্জির নির্বাচনী সভায় উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা,যুবনেতা নির্মাল্য চক্রবর্তী,বিধায়ক বিক্রম ভট্ট,দিনেন রায়,সূর্য অট্ট,কল্পনা সিট প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা।


Share

dnews.in