
নিজস্ব প্রতিনিধি,বালিচকে:
বালিচকে নতুন রামায়ন!লক্ষণের আঘাতে হাসপাতালে বড় ভাই রাম।অবশেষে অভিযোগ দায়ের লক্ষণের বিরুদ্ধে।তদন্তে ডেবরা থানার পুলিশ। যদিও রামের অবস্থার উন্নতি হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আহত রাম।

প্রাচীন রামায়নে রাম লক্ষণের ভাতৃত্ববোধ ও ভালোবাসা ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠেছিল কিন্তু পশ্চিম মেদিনীপুরের বালিচকের এক ঘটনায় দেখা গেল এক ভিন্ন রূপ। জমি-জায়গা নিয়ে বিবাদ গড়ালো হিংসতায়,যেখানে লক্ষণের আঘাতে গুরুতর আহত হলেন বড়ভাই রাম।মূলত মঙ্গলবার সকালে বালিচকের হামিরপুর এলাকায় দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা।মুহূর্তের মধ্যে সেই ঝগড়া রূপ নেয় মারামারিতে,যেখানে ছোট ভাই লক্ষণের হাতে মার খেয়ে গুরুতর আহত হন বড় ভাই রাম।এই ঘটনার পর পরিবারের লোকজন দ্রুত রামকে উদ্ধার করে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।চিকিৎসকদের কাছে শারীরিক পর্যবেক্ষণ রয়েছে আহত রাম।এই ঘটনার পর রামের পরিবার ডেবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

যে ঘটনায় পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত উল্লেখ্য,ভাইয়ে-ভাইয়ে সম্পত্তির বিবাদ নতুন কিছু নয়,তবে হিংসতার মাধ্যমে পারিবারিক সম্পর্কের অবনতি শুধু ব্যক্তিগত ক্ষতিই নয়,সামাজিক অবক্ষয়েরও ইঙ্গিত দেয়।আইনি ও সামাজিকভাবে এ ধরনের সমস্যা সমাধানের পথ খোঁজা জরুরি, যাতে ভবিষ্যতে এমন ‘নতুন রামায়ন’-এর পুনরাবৃত্তি না ঘটে।


যদিও ঐ এলাকায় এই ঘটনার পরেই উত্তেজনা দেখা দেয়।ঘটনাস্থলে রয়েছে পুলিশ বাহিনী।