Debra Nursing Home: এবার নার্সিংহোমে সদ্যজাত শিশুর মৃত্যু!চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ময়না তদন্তের দাবী পরিবারের

Share

নিজস্ব প্রতিনিধি,ডেবরা:

একদিকে সরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুর সঙ্গে সদ্যজাতর মৃত্যু তাই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল অন্যদিকে নার্সিংহোমে সদ্যজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ডেবরায়।নার্সিং হোমের গাফিলতির অভিযোগ তুলে মৃতদেহ ময়না তদন্তের দাবী জানালো পরিবার।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা বাজার সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে তিন দিনের এক সদ্যজাত শিশুর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা ক্রমে জানা যায় গত ১৪ ই জানুয়ারি ডেবরার শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে এক প্রসুতি ডেবরা বাজার সংলগ্ন একটি নার্সিংহোমে ভর্তি হয়। এরপর গত ১৫ ই জানুয়ারি সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি।তিন দিনের মাথায় এইদিন সকালে ওই শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজনকে জানানো হয়। তারপরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

নার্সিং হোমের গাফিলতির জন্য এই এই মৃত্যু বলে অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার।কীভাবে ওই শিশুর মৃত্যু হয়েছে তা জানার জন্য ময়না তদন্তের আবেদন করেছে পরিবার। তারপর তারা আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানায়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in