Debra Flood:বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ালো ABTA ডক্টরস্ ফোরাম ও হেলথ হোম

Share

নিজস্ব সংবাদদাতা,ডেবরা:

বন্যা পরবর্তী পর্যায়ে বন্যাদুর্গত এলার মানুষের পাশে দাঁড়িয়ে জনস্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচার,বন্যা কবলিত আর্ত মানুষকে স্বাস্থ্য পরিষেবা প্রদান,পুস্তক ও পোশাক প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখা,স্টুডেন্টস হেলথ হোম এবং জুনিয়র ডক্টরস ফোরামের যৌথ উদ্যোগে।

এইদিন ডেবরা ব্লকের মলিহাটি ও গোলগ্রাম অঞ্চলের টাঙাইশ্রীও হরিণডাঙা গ্রামে চিকিৎসক ডাঃ পবিত্র গোস্বামীর নেতৃত্বে ১১ জন চিকিৎসকের দল প্রায় সাড়ে পাঁচশো জন দুর্গত মানুষকে ওষুধ সহ চিকিৎসা পরিষেবা প্রদান করেন।পাশাপাশি মহিলাদের হাতে নতুন শাড়ি তুলে দেওয়া হয়।একই সাথে এবিটিএ-এর পশ্চিম মেদিনীপুর জেলা ও ডেবরা আঞ্চলিক শাখার পক্ষ থেকে দুর্গত এলাকার ছাত্র-ছাত্রীদের হাতে পুস্তক ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।আরজিকর-এর ছাত্রী- চিকিৎসকের মর্মান্তিক হত্যা কে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের তাৎপর্য দুই গ্রামেই সভা করে ব্যাখ্যা করেন উপস্থিত চিকিৎসক গণ।স্থানীয় মানুষরা স্বতঃস্ফুর্ত ভাবে এগিয়ে এসে শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দুপরের খাওয়ার ব্যবস্থা করেন।এদিনের কর্মসূচিতে উপস্থিত হেলথ হোমের পক্ষে উপস্থিত ছিলেন চন্দন নস্কর,চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন ছিলেন ডাঃ পবিত্র গোস্বামী,স্বাগত মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য্য,প্রিয়াঙ্কা রায়,শুক্লা কুন্ডু,ওমর ফারুক,মিনহাজ।

এছাড়া ও ছিলেন শ্রাবনী সোয়াইন, স্বাতিকা কুমারী,রীতদীপ বড়াল,এবিটিএ-এর পক্ষে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক জগন্নাথ খান,জেলা সভাপতি মৃণাল কান্তি নন্দ,প্রভাস রঞ্জন ভট্টাচার্য,শ্যামল ঘোষ,স্বপন পাল প্রমুখ।সামগ্রিক ব্যবস্থাপনায় সমন্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্টস হেলথ হোমের যুগ্ম সম্পাদক চন্দন নস্কর।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in