Relief Distribution: মেদিনীপুর কুইজ কেন্দ্রের উদ্যোগে বন্যাকবলিত ডেবরার খাজরী,বিহারী চকে ত্রাণ বিতরণ

Share

নিজস্ব প্রতিনিধি,ডেবরা:

দিন কয়েক আগে প্রথম পর্যায়ে বন্যা দুর্গত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায় ত্রাণ কার্য চালানোর পর এবার দ্বিতীয় দফায় বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের ডেবরার খাজুরী ও বিহরীচক গ্রামে ত্রাণ কার্য্য চালালো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

মূলত পূর্ব মেদিনীপুর জেলার শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয় ছড়িয়ে কিছুটা পথ পেরোলেই একটা ব্রিজ আসবে।ব্রিজের এপাশে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা এলাকা।ব্রিজের ওপারেই পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অন্তর্গত খাজুরি।আর দূরে দেখা যায় দাসপুর এলাকা।অন্যান্য জায়গার মতোই বন্যা কবলিত এই অঞ্চলেও জল কিছুটা কমলেও এখনো বিস্তীর্ণ অঞ্চলে রাস্তা জলের তলায়।বাড়ি ঘরে এখনো জল জমে আছে।সেই জল পেরিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে সাথে নিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্যরা সাধ্যমতো ত্রাণ নিয়ে পৌঁছে যান।এখানে খাজুরী ও বিহারী চক এলাকার দেড় শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়।সাথে ছিল ORS ও পানীয় জল।এদিনের ত্রাণ বিতরণে উপস্থিত থেকে সহযোগিতা করেন খাজুরীতে বসবাসকারী শ্যাম সুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্ন্যাসী কাউরী।নিজের বাড়িতে বন্যার জল থাকা সত্ত্বেও গ্রামের মানুষের সাহায্যে এগিয়ে এলেন।এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা ত্রাণকার্য্যে উপস্থিত থেকে সহযোগিতা করেন। এছাড়াও ওই বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা হাতে হাত রেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।এদিনের ত্রাণ কার্যে কুইজ কেন্দ্রের পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের বর্ষীয়ান সদস্য গৌতম বোস,সম্পাদক সুজন বেরা।কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সদস্যা কমলিকা সামন্ত,সদস্য নিখিলেশ সামন্ত,মনোরঞ্জন মান্না সহ অন্যান্যরা। বিশেষভাবে সহযোগিতা করেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী কোলাঘাট বাসী সুমন খাঁড়া ও গাড়ির চালক সমরেশ বেরা।

এইদিন দুপুর ১ টা থেকে রাত ৭ টা অবধি চলে ত্রাণ বিতরণ।সংগঠনের পক্ষে সম্পাদক সুজন বেরা ও বর্ষীয়ান সদস্য গৌতম বোস জানান,”তাঁদের সংগঠনের সদস্যদের ঐকান্তিক ভালোবাসায় ও শুভানুধ্যয়ী মানুষের বিশ্বাস ভরসা কে সাথে নিয়েই তাঁরা বন্যা ত্রানে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন.তাঁদের পরবর্তী ত্রাণ কর্মসূচি দাসপুর ও ঘাটাল এলাকায় সংগঠিত হবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in