
নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:
লাইন পেরোতে গিয়ে বিকট দুর্ঘটনায় থামলো রাজধানী।ঘটনাস্থলে থেকে সাদা সাদা পাউডার উদ্ধার।বড় ধরনের নাশকতার ছক না অন্য কোন কারণ খতিয়ে দেখছে রেল।রাতের পর দিনের বেলায় এক প্রস্থ খতিয়ে দেখতে রেল আধিকারিক সহ ফরেনসিক টিম।ফের কি মাওবাদীরা সক্রিয় হচ্ছে প্রশ্ন?

ফের কি মাওবাদীরা সক্রিয় হচ্ছে!সেই প্রশ্ন জঙ্গল মহল জুড়ে।এইরকম এক ঘটনায় সক্রিয় হলো রেল দপ্তর।ঘটনা ক্রমে জানা যায় গতকালই ছিল তিন রাজ্যে মাওবাদীদের ডাকা বনধ।এইদিন ভুবনেশ্বর থেকে দিল্লী রাজধানী এক্সপ্রেস বিকেল নাগাদ গড়বেতার ওপর দিয়ে যাওয়ার সময় গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছেই বিকট শব্দে থমকে যায়।সাথে সাথেই রাজধানীর গার্ড ও চালক খবর দেয় পিয়ারডোবা স্টেশনে।রেল সূত্রে জানা যায় এরপরই সাময়িক ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেলের পুলিশ কুকুর সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনার জন্যই ঘটনাস্থলে এসে পৌঁছায় রেল আধিকারিকরা।ঘটনাস্থলে লাইন থেকে সাদা সাদা পাউডার জাতীয় দ্রব্য উদ্ধার করে তারা।এরপর সোমবার সকালেও ফের ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা।

যেহেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের ডাকা বন্ধের দিনে এধরনের ঘটনা ঘটেছে তাই কোথাও ফাঁক-ফোকর রাখতে চাইছে না রেল আধিকারিকরা।ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়।পাশাপাশি একটি ফরেনসিক টিমও ঘটনাস্থলে আসছে বলে রেল সুত্রে খবর।যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তাই তৎপর রয়েছে রেল পুলিশ।এই বিষয়ে রেলের আদ্রা ডিভিশন সূত্রের খবর,সেরকম বড় কোন বিষয় নয়,তবে বিষয়টি খতিয়ে দেখছে রেলওয়ের নিরাপত্তা বিষয়ক বিভাগ। ঠিক কি ঘটেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই নিয়ে আতঙ্ক হওয়ার দরকার নেই বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল তিন রাজ্যে ছিল মাওবাদী বনধ।আর তাতেই জঙ্গলমহল জুড়ে সতর্কতা জারি করেছিল রেল কর্তৃপক্ষ। পাশের রাজ্য উড়িষ্যাতে বড় ধরনের নাশকতা চালাচ্ছে এই মাওবাদীরা।যদিও তাদের দমন করতে সেনা অভিযান অব্যাহত।সামনেই ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস।আর তা ঘিরেই সেই জঙ্গল মহলে উত্তেজনাময় পরিস্থিতি যাতে তৈরি হয় তাকে কি মাথা চাড়া দিচ্ছে মাওবাদীরা এরকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রেল আধিকারিকদের।

যদিও এর আগে ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন ঘটনা স্মৃতি উস্কে দিচ্ছে এই রাজ্যে।