Cheap Onion Price : দুর্মূল্যের বাজারে সস্তা পেঁয়াজ! মাত্র 25 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে,যত খুশি নিন কিন্তু কোথায়

Share

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা :

অগ্নিমূল্য পেঁয়াজ ২৫ টাকায় বিক্রি হচ্ছে,যত খুশি নিতে চান তাহলে চলে আসুন চন্দ্রকোনায়। এরকমই বাজার দেখা গেল চন্দ্রকোনা ডুকিতে। কেন্দ্রীয় সরকারের ব্যানারে কয়েকজন মানুষ দাঁড়িপাল্লা নিয়ে পেঁয়াজ বিক্রি করতে দেখা যায়।পরিষ্কার চকচকে পেঁয়াজ কিনতে ভিড় জমান স্থানীয়রা।

অগ্নিমূল্য পেঁয়াজ আর তাই এখন পেঁয়াজ কিনতে গিয়ে হাত পুড়ছে গৃহস্থালির।বাজারে কোথাও পেঁয়াজ ৬০ টাকা তো কোথাও ৭০ টাকা।কোথাও আবার ৮০ থেকে ৯০ টাকা ধরে বিক্রি হচ্ছে।ফলে দৈনন্দিন প্রয়োজনে পেঁয়াজ কিনতে পারছেন না সাধারণ এবং মধ্যবিত্ত মানুষজন।দু কেজির তুলনায় তারা আড়াইশো গ্রাম কিনে ঘরে ফিরতে বাধ্য হচ্ছে।কিন্তু এই দুর্মূল্যের বাজারেও মাত্র পঁচিশ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেল চন্দ্রকোনার ডুকিতে।

রীতিমত টোটো গাড়িতে করে পেঁয়াজ লোড করে তাতে কেন্দ্রীয় সরকারের আজাদী কা মহোৎসবের ব্যানার দিয়ে বেশ কয়েকজন যুবক পেঁয়াজ বিক্রি করে।একদম চকচকে লাল পেঁয়াজ মাত্র পঁচিশ টাকা কেজি দরে আর তার নিতেই ভিড় জমায় ক্রেতারা।অনেকেই লাইন দিয়ে এই পেঁয়াজ সংগ্রহ করে।


Share

dnews.in