নিজস্ব প্রতিনিধি,গড়বেতা :
প্রেমে প্রত্যাখ্যান সেই আক্রোশে মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন স্কুলে ঢুকে ছাত্রী কে ছুরি চালানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে।মেয়ে কে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাবা।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার অন্তর্গত রসকুণ্ডু হাইস্কুলে। যদিও এ ঘটনায় তদন্তে নেমেছে গড়বেতা থানা।
ঘটনা ক্রমে জানা যায় বুধবার গড়বেতার রসকুন্ডু হাইস্কুলে ইংলিশ পরীক্ষা ছিল। যথারীতি অন্যান্য ছাত্রীদের সঙ্গে এদিন এই দশম শ্রেণীর ছাত্রী পরীক্ষা হলে ঢোকে।আক্রান্ত মেয়েটিকে ছাড়তে এসেছিল মেয়েটির বাবা।অভিযোগ এর পরই মেয়েটিকে ছুরি দেখিয়ে টানতে টানতে নিয়ে চলে যায় এক যুবক। আশেপাশের ছাত্রীও শিক্ষকরা হতভম্ব হয়ে যায়। কেউ বাঁচাতে চাইলে তাদেরকে ছুরি দেখিয়ে ভয় দেখায় বলে অভিযোগ। এরপর মেয়েটির বাবা মেয়েটিকে বাঁচাতে গেলে ওই যুবকটি এলোপাথাড়ী ছুরি চালায়। ছুরি চালায় মেয়েটির উপরও।এই ঘটনায় মেয়েটির বাবা সহ আক্রান্ত হয় মেয়েটি।এরপরই পুলিশে খবর দেওয়া হয়।এই ঘটনায় হুলুসস্থূলুস কান্ড পড়ে যায় স্কুল চত্বরে।পরীক্ষা শুরু হওয়ার আগেই এই ঘটনা ঘটায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে।যদিও শেষ পযন্ত অভিযুক্ত যুবককে আটক করে গড়বেতা থানার পুলিশ।গড়বেতা থানায় ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত ছেলের নাম গোবিন্দ বিশ্বাস একুশ বছর বয়স।বাড়ি গোয়ালতোড় থানার অন্তর্গত খড়কাটা এলাকায়।এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা।স্কুলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।
এই ঘটনায় আক্রান্ত মেয়েটির বাবা বলেন এর আগেও তার মেয়েকে ভয় দেখিয়ে নিয়ে চলে গিয়েছিল ওই যুবক।ওই যুবকের নামে এর আগেও অভিযোগ করা হয়েছে।এরপর তাকে পুলিশের মাধ্যমে ফিরে পেয়ে হোমে রাখা হয়েছিল গত ২৫ দিন। কিন্তু আজকে পরীক্ষা থাকায় তাকে পরীক্ষা দিতে যেতে এসেই এরকম কাণ্ড ঘটায়।এই ঘটনায় আমি এবং আমার মেয়ে দুজনই আক্রান্ত হয়েছি।ওই যুবক আগেও ভয় দেখিয়েছে ছুরি নিয়ে আমাদের।যদিও এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ তরফ থেকে অভিযোগ করা হয়েছে থানায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।