Suvendu Adhikari:এটা সরকার দ্বারা মার্ডার, যেমন হয়েছিল অভয়ার ক্ষেত্রে!প্রসূতি মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দিতে এসে কটাক্ষ বিরোধী দলনেতার

Share

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:

অভয়ার ক্ষেত্রে যেমন সরকার দ্বারা মার্ডার হয়েছিল ঠিক তেমনি মামনি রুইদাসের মৃত্যুকেও সরকার দ্বারা মার্ডার বলেই কটাক্ষ লোবিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।তিনি বলেন সরকার কাছে ৫০ লক্ষ টাকা ডিমান্ড করবেন পাঁচ লাখ টাকা আপনারা নেবেন না,আজ থেকেই এই বাচ্চার পুরো দায়িত্ব আমার।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমাতে গত বুধবার পাঁচ প্রসূতি বাচ্চা জন্ম দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে যে ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।এই ঘটনায় মৃত প্রসূতি মামনি রুইদাসের সদ্যজাত সন্তান রয়েছে। যে ঘটনায় এখনো পর্যন্ত সরকারি কোন সাহায্য হাতে পায়নি বলেই মন্তব্য মামনি রুইদাসের পরিবারের। বৃহস্পতিবার তড়িঘড়ি মামনি রুইদাসের পরিবারে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এদিন দুপুর নাগাদ গড়বেতার সারগা গ্রামে মৃত প্রসূতির বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে প্রথমে বাচ্চাকে কোলে তুলে নেন তাকে আশীর্বাদ করেন এবং এরপর মামনি রুইদাসের স্বামী দেবাশীষ রুইদাস কে আশ্বস্ত করেন গলায় জড়িয়ে ধরেন এবং পাশে থাকার আশ্বাস দেন।তিনি বলেন যে ঘটনা ঘটেছে সে ঘটনার জন্য আমি খুবই মর্মাহত।তবে যে স্যালাইন কর্ণাটক সরকার বন্ধ করে দিয়েছে সেই স্যালাইন কেন দিল রাজ্য সরকার তা ভেবে উঠতে পারছি না।

বরং এটা বলব এটা রাজ্য সরকারের পরিকল্পনা মাফিক মার্ডার করা,যেমন ভাবে মার্ডার করেছে অভয়া কে। পাশাপাশি তিনি বলেন আমি বিরোধী দলনেতা হিসেবে এই মামলাকে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় ততদূর পর্যন্ত নিয়ে যাব আপনি আমার পাশে থাকবেন।আপনি আমাদের বিজেপি সদস্য তাই আপনাকে আপনার পাশে থাকা আমার কর্তব্য। সদ্যোজাত কে নিয়ে তিনি বলেন,”এই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আজ থেকে এই বাচ্চার পুরো দায়িত্ব আমার।

তবে ক্ষতিপূরণ নিয়ে তিনি বলেন রাজ্য সরকারের কাছে আপনারা ৫০ লক্ষ টাকার ডিমান্ড করবেন।যদি না দেয় তাহলে এক টাকাও নেবেন না আমি আপনাকে সাহায্য করবো।”


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in