নিজস্ব প্রতিনিধি,গড়বেতা:
সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভের জন্য দায়ী ভাইপো।ভাইপো খুঁচিয়ে ঘা করেছে এবার বুঝুক ঠেলা।ঝাড়গ্রাম লোকসভার বিজেপি প্রার্থী প্রনত টুডুর সমর্থনে মঙ্গলবার দুপুরে গড়বেতায় সংকল্প যাত্রা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।একইসঙ্গে দেব কেও কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন,ওসব “আই লাভ ইউ” চলবে না,১০ বছর আগে হলে খেতো।একলক্ষ ভোটে হারবে।
মূলত মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভার যে ভোট রয়েছে তা হচ্ছে আগামী ২৫ শে মে।এই মেদিনীপুর ও ঘাটাল লোকসভার সঙ্গে এই ভোট হবে পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার।ইতিমধ্যে চতুর্থ দফার ভোট শেষ হয়েছে চলছে পঞ্চম দফার ভোটের প্রস্তুতি।এই পশ্চিম মেদিনীপুর সহ জঙ্গলমহল রয়েছে ষষ্ঠ দফার ভোট।আর এই ভোটকে কেন্দ্র করে এখন রাজনৈতিক তৎপরতা চলছে জোর কদমে।বিজেপি তৃণমূল সিপিএমের পাশাপাশি আঞ্চলিক দলগুলি প্রচার করছেন জোর তৎপরতার সঙ্গে।এদিন ঝাড়গ্রামে বিজেপির প্রার্থী প্রনত টুডুর হয়ে সংকল্প যাত্রা করতে এলেন বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।এইদিন তিনি দুপুর নাগাদ প্রার্থীকে নিয়ে কয়েক কিলোমিটার হেঁটে রোড শো করেন।তার আগে মন্দিরে পুজো দিয়ে তিনি প্রার্থনা করেন প্রার্থীর হয়ে।এরপর বাঁকুড়া বেরিয়ে যাওয়ার আগে এক প্রস্থ সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান করা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,”শিয়াল যেমন মাঝে মাঝে গল্প ফাঁদে ঠিক তেমনি দেব গল্প ফেঁদেছে।
এতদিন ও মার্কেটে ছিল না।গত ১০ বছরে ১০ দিনও পার্লামেন্ট করেনি।তিনি জোর গলায় বলেন দেব এক লক্ষ ভোটে হারবে,ওই আই লাভ ইউ চলবে না ঘাটালে।দশ বছর আগে এইটা বললে ওখানকার লোক খেতো।এরপর পুনরায় সন্দেশখালিতে মহিলাদের বিক্ষোভ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন,”এই বিক্ষোভ বারবারই হবে এর জন্য দায়ী ভাইপো। তিনি এও বলেন ভাইপো খুঁচিয়ে ঘা করেছে সন্দেশখালি, এবার বুঝুক ঠেলা”।