Keshpur Tmc Meeting: শুভেন্দু অধিকারী কি একাই হিন্দু,আমরা হিন্দু নয়!কেশপুরে কটাক্ষ মন্ত্রী শিউলির

Share

নিজস্ব প্রতিনিধি,কেশপুর:

মঙ্গলবার বিকেলে কেশপুরে বিশেষ সংগঠনিক বৈঠকে এলেন পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা।এই বৈঠকে যোগ দেওয়ার পর ফিরে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।বললেন তাহলে উনি কি একাই হিন্দু আমরা হিন্দু নয়,এসব লজ্জা!

ভোটের আগেই প্রস্তুতি সভা সারলো তৃণমূল।২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে পঞ্চায়েত দপ্তরের প্রতিমন্ত্রী তথা কেশপুরের বিধায়িকা শিউলি সাহা জানান,কেশপুর সব সময় প্রস্তুত ভোটের জন্য। যেকোনো সময় ভোট হলে কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বশক্তি দিয়ে ভোটে প্রচারে নেমে পড়ে। একদিনের বিজ্ঞপ্তিতে কর্মী বৈঠক ডেকেছি, তাতেই কয়েকশো কর্মী উপস্থিত হয়ে গেছে।এরপর হাওড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে আটকানো হওয়া অভিযোগের ভিত্তিতে শিউলি সাহা বলেন, উনি নিজেই চাইছেন রক্তাক্ত হতে। উনি যখন হাত দেখাচ্ছিলেন কোথাও উনার হাতের মধ্যে কাটা হয়ে গেছে এমন দেখা যায়নি।

নিজেই গাড়িতে ঘষে নিয়ে তিনি দেখাচ্ছেন,এই দেখো আমাকে পুলিশ আঁচড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে।গাড়ি থেকে নেমেই তিনি বলছেন হিন্দু ভাইরা ভালো আছো, আমি হিন্দুদের বাঁচাতে এসেছি। মন্ত্রী আরো বলেন,এটা রবীন্দ্রনাথের বাংলা,নজরুলের বাংলা।আমি হিন্দু দেব-দেবীদের বাঁচাতে এসেছি।তাহলে উনি কি একাই হিন্দু আমরা হিন্দু নয়,এসব লজ্জা!


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in