নিজস্ব প্রতিনিধি,কেশপুর :
বহুদিন পর ফের দুয়ারে সরকার কেশপুরে।চড়কা আকবরী উচ্চবিদ্যালয়ে মডেল ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের সচিব ডঃ সৌমিত্র মোহন(আই এ এস)।প্রশাসন সূত্রে খবর কেশপুর ব্লকের লক্ষ্মীর ভান্ডারের মোট বেনিফিশিয়ারি সংখ্যা ৮৫ হাজার।দুয়ারে সরকার ক্যাম্পে রাখা হয়েছিল সেলফি জোন।
গোটা রাজ্যের সঙ্গে কেশপুর ব্লকেও হল দুয়ারে সরকার ক্যাম্প।চড়কা আকবরী উচ্চবিদ্যালয়ে মডেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এদিন এই মডেল ক্যাম্পের বিশেষ আকর্ষণ ছিল স্বসহায়ক দলের মহিলাদের হস্তশিল্পের প্রদর্শনী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রদর্শনী।যে ভিড় ছিল চোখে পড়ার মত। আই লাভ দুয়ারে সরকার সেলফি জোনে উপভোক্তাদের সেলফি তোলার হিড়িক ছিল ভালোই।এই মডেল ক্যাম্প পরিদর্শন করলেন রাজ্যের পরিবহন দপ্তরের সচিব ডঃ সৌমিত্র মোহন(আই এ এস)।এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের এ ডি এম মৌমিতা সাহা,কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কৌশিক রায়,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ প্রমুখ।বিডিও কৌশিক রায় জানিয়েছেন কেশপুর ব্লকের লক্ষ্মীর ভান্ডারের মোট বেনিফিশিয়ারি সংখ্যা ৮৫ হাজার।