নিজস্ব প্রতিনিধি,কেশপুর :
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর মাজুরহাটি গ্রামে পথচলা শুরু করলো কাজী তফজ্জল হোসেন গ্রামীণ পাঠাগার।প্রয়াত তফজ্জল হোসেন ছিলেন কেশপুর ব্লকের একজন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিতে তাঁর সংস্কৃতি ও সাহিত্যপ্রেমী দুই শিক্ষক পুত্র তৌফিক হোসেন ও তৌসিফ হোসেনের উদ্যোগে পিতার স্মৃতিতে গড়ে উঠলো এই গ্রামীণ পাঠাগার।
এইদিন পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুই সাহিত্যিক তথা পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সংঘের নেতৃত্ব বিজয় পাল ও কামারুজ্জামান।পাশাপাশি এদিন প্রকাশিত প্রকাশ হলো তৌফিক হোসেন সম্পাদিত “বিভাসা” পত্রিকা নতুন সংখ্যা।পত্রিকাটি প্রকাশ করলেন সাহিত্যপ্রেমী শৈবাল নন্দ ও সনৎ দাস।এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মোয়াজ্জম হোসেন,তপন গাঙ্গুলী,সুতপা চক্রবর্তী,অভিনন্দন মুখোপাধ্যায় অন্যান্য বিশিষ্ট জনেরা ও হোসেন পরিবারের শুভানুধ্যায়ীও পাড়া প্রতিবেশীরা।উপস্থিত অতিথিবৃন্দ তফজ্জল হোসেনের জীবনের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি হোসেন ভাইদের এই উদ্যোগের প্রশংসা করেন।