নিজস্ব প্রতিনিধি,কেশপুর:
বিদ্যালয়ে পঠন-পাঠনের পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে সরকারের পক্ষ থেকে সপ্তাহে একদিন করে আয়রন ট্যাবলেট খাওয়ারও ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যেই।সকল পড়ুয়া সেই ট্যাবলেট খাচ্ছে কিনা তার রিপোর্টও দিতে হয় স্বাস্থ্য দপ্তরকে।শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়রন ট্যাবলেটের উপর একটি রিপোর্ট নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
এইদিন কেশপুর অডিটোরিয়াম হলে কেশপুর ব্লকের সমস্ত এসএসকে, এমএসকে, প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এক বিশেষ মিটিং অনুষ্ঠিত হয়।এই মিটিং এর প্রধান উদ্দেশ্যই ছিল বিদ্যালয়ের পড়ুয়াদের সাপ্তাহিক ভাবে সেই আইরন ট্যাবলেট যাতে যথাযথভাবে খাওয়ানো যায় তার সম্পর্কে বিস্তারিত আলোচনা।এই ট্যাবলেট খাওয়ানোর পরে যাতে রিপোর্ট যথাযথভাবে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে পৌঁছায় সেই বিষয়েও আলোচনা করা হয় শিক্ষকদের সাথে। আলোচনা সভায় শিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন কেশপুর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক সিংহ, ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ,পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গরাই,জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান,শিক্ষা কর্মাধ্যক্ষ হরিপদ মাইতি,সমিতি এডুকেশন অফিসার সঞ্জয় মাহাত,কেশপুর এসআই আব্দুল হালিম,ডাক্তার শ্রাবস্তী দত্ত প্রমুখ।
কেশপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক শিবনাথ ঘোষ বলেন ছাত্রীরা রক্ততল্পতা ভোগার কারণে এই আয়রন ট্যাবলেট খাওয়ানোর জন্য দেওয়া হয় কিভাবে তারা সুস্থ থাকবে সে বিষয়ে শিক্ষকদের ও পরামর্শ দেওয়া হয়েছে। যেখানে ভুল ত্রুটি কিছু রয়েছে সেগুলি আগামী দিনের শুধরে প্রত্যেকটি ছাত্রীকে আয়রন ট্যাবলেট খাওয়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।পাশাপাশি সেই রিপোর্ট ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।