নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর:
এর আগে IIT ডিরেক্টরের অনৈতিক কাজকর্ম, স্বজন-পোষণের বিরুদ্ধে মুখ খুলে ৮৬ জন অধ্যাপক-অধ্যাপিকা কর্তৃপক্ষের রোষের মুখে পড়েছিলেন যার দরুন শোকজ নোটিশ ধরানো হয়েছিল তাঁদের।এই নিয়ে উত্তাল হয়েছিল আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাস।এই ঘটনায় পথে নেমেছিল আইআইটি টিচার্স অ্যাসোসিয়েশন।সেই রেশ কাটতে না কাটতেই এবার ডিরেক্টর ভি.কে তিওয়ারির ‘অপসারণ’ চেয়ে আইআইটি চত্বরেই পোস্টার পোস্টার পড়লো।যা নিয়ে ফের একবার বিক্ষোভে উত্তাল হল আইআইটি খড়্গপুর ক্যাম্পাস।
ঘটনা ক্রমে জানা যায়,খড়গপুর IIT জন্মলগ্ন থেকেই বি.সি রায় টেকনোলজি হাসপাতাল আইআইটি ক্যাম্পাসের মধ্যে রয়েছে।কিন্তু সেই হাসপাতাল কে এবার প্রায় চার কিলোমিটার দূরে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ। প্রায় চার কিলোমিটার দূরে বলরামপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি নোটিস জারি করেছে কর্তৃপক্ষ।আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আইআইটি খড়্গপুরের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার দিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আইআইটি’র পেনশনার্স অ্যাসোসিয়েশনের কর্মীরা।
সোমবার বি.সি রায় টেকনোলজি হাসপাতালের বাইরে বিক্ষোভও দেখান তাঁরা।তাঁদের দাবি, ডাঃ বিধান চন্দ্র রায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর নামে এই হাসপাতাল।আর এই হাসপাতালকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতালে মার্জ করার সিদ্ধান্ত নিয়েছে আইআইটি কর্তৃপক্ষ।এর বিরুদ্ধেই তাঁরা পথে নেমেছেন।তাঁদের প্রশ্ন,এখান থেকে ৪ কিলোমিটার দূরে বৃদ্ধ-বৃদ্ধারা কি করে যাবে? শুধু তাই নয়, প্রায় ১৭ হাজার ছাত্রছাত্রী রয়েছে আইআইটি ক্যাম্পাসের মধ্যে। পড়ুয়া থেকে বৃদ্ধ-বৃদ্ধা,গৃহবধূ, বর্তমান ও প্রাক্তন কর্মীরাও চার কিলোমিটার দূরে গিয়ে চিকিৎসা করাতে অসুবিধায় পড়বেন।ক্যাম্পাসের মধ্যে থাকা প্রতিটি পরিবারেরই অসুবিধা হবে বলে দাবি করেছেন পেনশনার্স ও মহিলারা।
অর্পিতা মুখার্জি নামে এক মহিলা বলেন,”আমার স্বামী নেই।আমার ছেলে হুইল চেয়ারের উপর নির্ভরশীল।আমি কিভাবে ছেলেকে নিয়ে চার কিলোমিটার দূরে যাব? আমরা সুপার স্পেশালিটি হাসপাতাল চালুর বিরুদ্ধে নই। ওই হাসপাতাল যেমন আছে থাক।কিন্তু এখানেও বিসি রায় হাসপাতাল যেমন চলছে চলুক।” বিসি রায় হাসপাতাল পুরোপুরি বন্ধ করে দেওয়ার ‘চক্রান্তের’ বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখান পেনশনার্স অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠনের সদস্যরা।তাঁদের সকলেরই দাবি,বিসি রায় হাসপাতাল ক্যাম্পাসের মধ্যেই থাকুক।আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল পৃথকভাবে যেখানে আছে,সেখানেই থাকুক।
এই দাবি মানা না হলে,আইআইটি’র সমাবর্তন উৎসব (Convocation) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন প্রাক্তন কর্মী তথা পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। অন্যদিকে,রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের নাম ‘চিরতরে’ মুছে ফেলার চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন বলরামপুর এলাকার বাসিন্দারাও।আইআইটি কর্তৃপক্ষের এই চক্রান্তের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরাও।