রাজস্থানি ঘরানার বিখ্যাত ঘুঙুর নাচ এর থিম রেল শহরে!মা দুর্গা ও রাজস্থানি বেশে দেখুন

Share

নিজস্ব প্রতিনিধি,খড়্গপুর :

প্রেম বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির ২০ লক্ষ টাকা দিয়ে খরচা করে এবারের থিম রাজস্থানী ঘুঙুর নাচ।আর সেই নাচের বিভিন্ন কলাকৌশলীদের দৃশ্য ফুটিয়ে তোলা হলো মন্ডপে। এর সঙ্গে প্রতিমা তেও রয়েছে সেই রাজস্থানী বেশ। মা দুর্গা সরস্বতী এবং লক্ষ্মী সহ কার্তিক গণেশ প্রত্যেকের পোশাকে রাজস্থানী ছোঁয়া।

দীর্ঘদিন ধরে এই পূজা মন্ডপ বিভিন্ন থিমের উপহার দিয়ে এসেছে।গত বছরের ডিসনিল্যান্ড নজর কেড়েছে জেলার মানুষের। এবারের মণ্ডপ নজর কাড়বে জেলার মানুষের বলে দাবি উদ্যোক্তাদের।উদ্যোক্তাদের বক্তব্য এক নতুন ধরনের অভিনবত্ব নিয়ে এসেছি আমরা এই পূজো মন্ডপে।


Share

dnews.in