Kotwali Police: ডিউটির পাশাপাশি এবার মানব সেবায় কোতওয়ালি পুলিশ!থানা চত্বরে রক্তদান শিবিরে রক্তদান করলেন পুরুষ ও মহিলা পুলিশ কর্মীরা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

উৎসর্গ নামাঙ্কিত রক্তদান শিবিরের আয়োজন কোতওয়ালির পুলিশ প্রশাসনের। পুলিশ সুপারের নির্দেশ মতো এ শিবিরে পুরুষের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরা করলেন স্বেচ্ছায় রক্তদান।পাশাপাশি ভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলগুলি খোঁজ ওয়েব সাইটের মধ্য দিয়ে নির্দিষ্ট মালিকের হাতে তুলে দিল পুলিশ আধিকারিকরা।

একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহ আর অন্যদিকে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট।যদিও প্রতিদিনই কোথাও না কোথাও ক্লাব,সংঘ,সংগঠন সহ বিভিন্ন শাসক বিরোধী রাজনীতি দলগুলি রক্তদান শিবির আয়োজনে এগিয়ে আসছে তবুও রক্তের সংকট যেন পিছু ছাড়ছে না ব্লাড ব্যাংক গুলিতে।এক্ষেত্রে এবার রক্তদান শিবিরের আয়োজন করলো শহরের কোতোয়ালি পুলিশ প্রশাসন। এদিন থানা চত্বরে ম্যারাপ বেঁধে এক শিবিরের আয়োজন করা হয়।মূলত ‘উৎসর্গ’নামাঙ্কিত এই রক্তদান শিবিরে এদিন পুরুষের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরা, রক্তদান করলেন স্বেচ্ছায়।সারাদিনব্যাপী রক্তদান শিবিরে রক্ত দিলেন প্রায় ৬০ জন পুলিশ কর্মী সহ পুলিশ আধিকারিকেরা।

এ বিষয়ে এক পদস্থ পুলিশ আধিকারিক বলেন,”জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নির্দেশেই এই রক্তদান শিবিরের আয়োজন।যেখানে রক্তদানের পাশাপাশি খোঁজ অ্যাপসে নথিভুক্তকরণ হারিয়ে যাওয়া মোবাইল গুলি আমরা তুলে দেব।তার নির্দিষ্ট মালিকের হাতে আজকে আমরা মোটামুটি ৪৫ টি মোবাইল তুলে দেব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে।এরই সঙ্গে রক্তদান শিবির থেকে আমরা যতগুলো পারবো ততগুলো রক্তের পাউচ তুলে দেব হাসপাতালের ব্লাড ব্যাংকে।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in