নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরে প্রচারে এসেই বিজেপি কার্যকর্তার বাড়িতে মাশরুম বাটি দিয়ে ভাতে খেলেন বিজেপি,প্রার্থী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।এরই সঙ্গে বললেন এই ভোটের কটা মাস কটন শাড়ি পরেই প্রচারে থাকবো ঘন্টার পর ঘন্টা।বাড়িতে যা স্টক ছিল সবগুলোই বেঁধে নিয়ে চলে এসেছি মেদিনীপুরে।
দীর্ঘ জল্পনার পর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পলকে। এই দিন তিনি মেদিনীপুরে ঢুকে প্রথমেই কালীমন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করেন।দেওয়াল লেখা,কর্মী বৈঠকের পরই তিনি বিজেপি কার্যকর্তার বাড়িতে খাওয়া-দাওয়ার জন্য উপস্থিত হন।এদিন স্পেশাল লোকের জন্য স্পেশাল রান্না করেছিল বিজেপি কার্যকর্তা এই সিনহা পরিবার।বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার জন্য মেদিনীপুরের বিভিন্ন স্বাদিষ্ঠ খাবার তৈরি করা হয়।এই মেনুতে ছিল ভাত,ডাল, আলু ভাজা,ছ্যাঁচড়া,মাশরুম বাটি,মাছের ঝোল, চাটনি, পাঁপড় ও মিষ্টি।এই বিজেপি কার্যকর্তা সোমনাথ সিনহা ও তার পরিবার বিশেষ করে বৌমা রুবিনা সিনহা ও স্ত্রী সুজাতা সিনহা নিজে হাতে তৈরি করেছিলেন মেদিনীপুরের স্পেশাল মেনু মাশরুম বাটি।এই খাবার খেয়ে প্রশংসা করেন অগ্নিমিত্রা। তিনি বলেন মেদিনীপুরের মানুষ এত ভালো এবং এত ভালোভাবে অভ্যর্থনা করে যে তা অভাবনীয়।এরই সঙ্গে আজকে বিজেপি কার্যকর্তাদের বাড়িতে আমন্ত্রণ সত্যিই আমায় মুগ্ধ করে।
প্রসঙ্গত উল্লেখ্য মেদিনীপুর 34 নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়ার বিরুদ্ধে এবারে প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে এই অগ্নিমিত্রা পলকে।এর আগে অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণে বিধায়ক হিসেবে কাজ করেছেন।তিনি ছিলেন বিজেপির সর্বভারতীয় মহিলা মোর্চা নেত্রী।দীর্ঘ লড়াই করেই তিনি রীতিমতো পার্টিতে বহুল প্রচারিত হয়েছেন। দীর্ঘ জল্পনা ছিল মেদিনীপুরে এবারে বিজেপির পার্টি হবে কে যদিও সব জল্পনা কে উড়িয়েই অগ্নিমিত্রার নাম দ্বিতীয় তালিকায় ঘোষণা করেছে বিজেপি।নাম ঘোষনার পরেই তিনি কলকাতা থেকে দৌড়ে গেছেন অধিকারী বাড়িতে দেখা করতে।এরপর এই দিন বেলা করে মেদিনীপুরে প্রবেশ করেন। কয়েকদিন কর্মী বৈঠক করবেন এরপর জোর কদমে প্রচার শুরু করবেন।যদি বছর 49 এর অগ্নিমিত্রার বিপরীত দিকে রয়েছে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া।এই জুন মালিয়া গত 2021 এর বিধানসভা নির্বাচনে মেদিনীপুর থেকে বিপুল ভোটে জয়ী হন।আর তাই প্রতি খুশি হয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লোকসভায় প্রার্থী করে লড়াই নামিয়েছেন।
যদিও ফ্যাশন ডিজাইনার তথা সেলিব্রেটি অগ্নিমিত্রা পলকে খাইয়ে খুশি সিনহা পরিবার।বিজেপি কার্যকর্তা সোমনাথ সিনহার বৌমা রুবিনা সিনহা বলেন উনি একদম আমাদের মতন সিম্পলি।একদম আমরা যা খাই সেই খাবারই ওনার মেনু করা হয়েছিল।উনি চেটেপুটে খেয়েছেন ওই মাশরুম বাটিটা।অন্যদিকে সোমনাথ সিনহার স্ত্রী সুজাতা সিনহা বলেন শুধু আজকে নয় বিগত বিজেপি নেতা তপন সিকদার থেকে আমাদের বাড়িতে রাহুল সিনহা,দিলীপ ঘোষণা আসছেন। আমরা তাদেরকে খাইয়ে আনন্দ উপভোগ করি।এবারে আমাদের মেনু ছিল বিশেষ করে মাশরুম বাটি।যা প্রার্থী খুব খুশি হয়েছে।