
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মঙ্গলবার ছিল নবমী।মূলত নবমীকে কেন্দ্র করেই শহরে মেতে উঠেছিল জগদ্ধাত্রী পুজো। এদিন মেদিনীপুর শহরের পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের কুমারী পুজো হলো সাড়ম্বরে। প্রায় ১০ জন খুদে কুমারী কে নিয়ে পুজোয় বসলেন ক্লাব কর্তারা।ঢাক ঢোল বাদ্যি সহকারে তাদের ফলমূল নৈবেদ্য দিয়ে দেওয়া পুজো দেখতে ভিড় জমান আশেপাশের বহু মানুষজন।

মেদিনীপুর পঞ্চুর চকে অগ্নিকন্যা ক্লাবের পুজো এ বছর ১৩ বছরে পড়ল।এই ক্লাবের পুজোর এই দিন ছিল কুমারী পুজো।প্রায় ১০ জন খুদে কুমারীকে নিয়ে কুমারী পূজায় আয়োজন করল এই ক্লাবের সদস্যরা।প্রথমে ঢাক ঢোল বাদ্যি সহকারে কুমারীদের নিয়ে আসা হয় তাদের সাজিয়ে পাড়া থেকে।এরপর রীতিমত চেয়ারে বসিয়ে গলায় মালা,হাতে পদ্ম ফুল দিয়ে ব্রাহ্মণ পূজো করতে থাকেন ঘন্টাখানেক ধরে।প্রসাদে তাদের দেওয়া হয়েছিল মিষ্টি ফলমূলের সঙ্গে চকলেট।এই ছোট্ট ছোট্ট খুদে কুমারীদের দেখতে ভিড় জমে যায় আশেপাশের মানুষজনের।অতি ছোট্ট ছোট্ট খুদে কুমারী তারা পুজো নিলেন ব্রাহ্মণদের কাছে।অবশেষে তাদের কাছে আশীর্বাদ নেন বড়রা।

