
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার সিপিআইএম জেলা সম্পাদক কে সম্বর্ধিত করল আইনজীবীরা।এই দিন অল ইন্ডিয়া ল-ইয়ার্স ইউনিয়ন (AILU) এর পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর সদর ইউনিট (‘জজ কোর্টে’) কমিটির পক্ষ থেকে নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এরই সঙ্গে সাধারণ মানুষ এবং কর্মীদের আইনি সহায়তা দেওয়ারও অঙ্গীকার করেন আইনজীবীরা।

অল ইন্ডিয়া ল-ইয়ার্স ইউনিয়ন (AILU) এর পশ্চিম মেদিনীপুর জেলা মেদিনীপুর সদর ইউনিট (‘জজ কোর্টে’) কমিটির পক্ষ থেকে এইদিন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার নবনির্বাচিত সম্পাদক বিজয় পাল কে সম্বর্ধিত করা হয়। ইউনিটের সভাপতি আইনজীবী সৌমেন ভকত এবং সম্পাদক আইনজীবী মহঃ সাহির হোসেন সহ আইনজীবী অরিন্দম দাস, মধুমিতা দত্ত,শান্তনু গোস্বামী,শেখ সেলিম হোসেন,প্রদীপ মুখার্জী ও ইউনিট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কাউন্সিল সদস্য আইনজীবী সমরেশ চক্রবর্তী।মীরবাজার পার্টির জেলা দপ্তরে আজকের এই বার্তালাপে সংগঠন সম্পর্কিত বিভিন্ন আলোচনা সহ নতুন সম্পাদক আগামী দিনের জন্য কিছু সুপরামর্শ প্রদান করেন।

আইনজীবীদের পক্ষ থেকেও সমস্ত ধরনের আইনগত সমস্যাতে পার্টি ও সাধারণ মানুষকে আইনগত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সঙ্গে থাকার বার্তা দেওয়া হয়।