
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয় এর উদ্যোগে এবার মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন মেদিনীপুরে।দশ কিলোমিটার এবং মহিলাদের জন্য তিন কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিল শতাধিক প্রতিযোগী। এদিন সকালে জাতীয় স্তরের অ্যাথলেট ওবামি মুর্মুর হাত ধরে উদ্বোধন হয় এই মিনি ম্যারাথনের।

রবিবার মেদিনীপুরে অনুষ্ঠিত হল অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক বিশেষ মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।স্থান ছিল বিদ্যাসাগর ইউনিভার্সিটি রোডের বিখ্যাত বিড়লা মাঠ,যেখানে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।যেখানে পুরুষদের জন্য ১০ কিলোমিটার এবং মহিলাদের জন্য ৩ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতার পাশাপাশি আরো বেশ কিছু ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়।এতে শর্ট পার্ট, ডিসকাস থ্রো,লং জাম্প সহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়।যা দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়।এদিনের এই ক্রীড়াযজ্ঞে এলাকার ক্রীড়া প্রেমী যুবকদের সশক্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।প্রতিযোগিতার মাধ্যমে ক্রীড়াচর্চার প্রতি উৎসাহ বৃদ্ধি পায় এবং মেদিনীপুরের ক্রীড়া সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তোলার চেষ্টা করা হয়।এই ক্রীড়া প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং তাদের উৎসাহিত করা হয় আগামী দিনে আরও ভালো করতে।এই ধরনের উদ্যোগ কেবল ক্রীড়া মনস্কতা বাড়ানোরই নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতাও নিশ্চিত করে।


অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের এই দৃষ্টান্তমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজিত হবে বলে সংগঠনের কর্মকর্তারা আশাবাদী।এই মশাল দৌড়ের মাধ্যমে ম্যারাথনের উদ্বোধন করেন,জেলার গর্ব জাতীয় স্তরের অ্যাথলেট ওবামি মুর্মু।