Apartment Pujo:পুজো উদ্বোধনে প্রাক্তন বিচারপতি!অঞ্জলি সিনহার হাত ধরে আবাসিকদের পুজো উদ্বোধন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পুজোর মুখে একের পর এক পুজো উদ্বোধন।এবার এপার্টমেন্টের আবাসিকদের পুজো উদ্বোধন করতে এলেন প্রাক্তন বিচারপতি।বিচারপতির মত অনুযায়ী তদন্তকারী সংস্থাগুলিকে প্রশাসনিক ক্ষেত্র থেকে মুক্ত করে সম্পূর্ণ স্বশাসনের পথে নিয়ে যেতে হবে।এর ফলে অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকে তরান্বিত করা যাবে।

৮ই অক্টোবর,মঙ্গলবার মহাপঞ্চমীর পুণ্যলগ্নে প্রাক্তন বিচারপতি অঞ্জলি সিনহার হাতে মেদিনীপুর শহরের মীরবাজারে সীতারাম অ্যাপার্টমেন্টের আবাসিকবৃন্দের আয়োজনে মহিলা পরিচালিত আবাসনের দুর্গোৎসবের শুভ সূচনা হলো।মেদিনীপুর জেলা আদালতে বিচারকের গুরুদায়িত্ব পালনের সাথে সাথে শ্রীমতি সিনহা একাধিক আদালত ও পরে কলকাতা মেট্রোপোলিটন আদালতের গুরুদায়িত্ব-ও পালন করেছেন সুদক্ষতায়।অনুষ্ঠানে শ্রীমতি সিনহা নারী সুরক্ষা,অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে আইনের বিবিধ দিকের অবতারণা করে এক সংক্ষিপ্ত বক্তব্য-ও পেশ করেছেন যা বর্তমান সামাজিক প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিচারপতির মত অনুযায়ী তদন্তকারী সংস্থাগুলিকে প্রশাসনিক ক্ষেত্র থেকে মুক্ত করে সম্পূর্ণ স্বশাসনের পথে নিয়ে যেতে হবে।এর ফলে অপরাধীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাকে তরান্বিত করা যাবে।এরকম একজন মানুষের হাতে এই বছরের দুর্গোৎসবের সূচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সীতারাম অ্যাপার্টমেন্টের আবাসিকরা।

এই অনুষ্ঠানে এলাকার ও শহরের বিভিন্ন প্রান্তের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আবাসনের পুজো উদ্যোক্তাদের আপ্লুত করেছে।তাঁদের মতে অস্থির সময়েও ভারী হয়ে ওঠা মনের অবস্থায় আবাসনের এই উদ্যোগ আপামর মানুষকে বেঁধে থাকার,সচেতনতায়, অধিকারে ও প্রতিরোধে থাকার এক বার্তা পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in