নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
কাজের ফাঁকে গড়ে তুলেছেন একটি ৬০০ স্কোয়ার ফুটের ঝাঁ চকচকে আর্ট গ্যালারি তাতে সৌন্দর্য বৃদ্ধি করেছে মাইথোলজি, লোকশিল্পীদের বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ছবি। আর এই বছর ৪৬ এর সুজিত দাস এখন শেখাচ্ছেন তার ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে প্রশিক্ষণ।এই ধরনের বাড়ির আর্ট গ্যালারি নজর কাড়ছে জেলায় l,ভিড় জমাচ্ছেন ছবি প্রিয় মানুষের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা।
তিনি নিজে একজন স্বাস্থ্য কর্মী।মানুষের চিকিৎসা সংক্রান্ত কাজে সাহায্য করে থাকেন,পোস্টিং রয়েছেন মেদিনীপুর জেলার ক্ষীরপাই রুরাল হাসপাতালে। বাড়িতে রয়েছে স্ত্রী ছেলে। বয়স ৪৬ এর এই সুজিত দাসের এখন নজর কাড়ছে ৬০০ স্কোয়ার ফুটের আর্ট গ্যালারি।মূলত সুজিত বাবু তার অবসর সময়ে ছবি আঁকেন এবং ছবি আঁকার শিক্ষা দেন। বিভিন্ন ধরনের ছবি রয়েছে তার সংগ্রহশালায়।এই ছবি আঁকার নেশাতেই তিনি গড়ে ফেলেছেন বাড়ির মধ্যে একটি ৬০০ স্কোয়ার ফুটের এই আর্ট গ্যালারি।যে আর্ট গ্যালারি তিনি তার ছবিতে লাইটিং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক অদ্ভুত সৌন্দর্যে। এই গ্যালারিতে ছবি দেখতে আসেন অনেক ছবি প্রিয় মানুষ।তার গ্যালারিতে ছবিও আঁকা শিখতে আসে কচিকাঁচা সহ বড় তরুণ তরুণীরা।তিনি কেবল শখের নেশার এই আর্ট গ্যালারি গড়ে ফেলেছেন।সুজিত বাবু পুজোর সময় যেমন নতুনত্ব দুর্গা প্রতিমা করেন তেমনি জেলার সঙ্গে ভিন রাজ্যে এবং ভিন দেশে ছবি আঁকার তাগিদে দৌড়ে যান।
তিনি পটের দুর্গা এবং জগধাত্রী তৈরি করে নজর কেড়েছেন জেলায়। ইতিমধ্যে তার এই আর্ট গ্যালারিতে প্রশিক্ষণ নিতে আছেন প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী।এই গ্যালারিতে রয়েছে বিভিন্ন মাইথোলজি,লোকো শিল্পীদের,প্রাকৃতিক পরিবেশ সঙ্গে মানব দরদি মানুষের এবং প্রকৃতির সৌন্দর্যের পেইন্টিং।এরই সঙ্গে তিনি শেখান পোট্রেট,ল্যান্ডস্কেপ,অয়েল,ক্যানভাস ছবি আকঁতে। শুধু শহর বলা ভুল হবে তার এই গ্যালারি দেখতে অনেকেই আসেন জেলা থেকে।মূলত এই গ্যালারিতে বসেই প্রশিক্ষণ নেয় ছাত্র ছাত্রীরা। প্রায় শতাধিক ডিজাইনের পেইন্টিং তার এই আর্ট গ্যালারিতে শোভা বাড়িয়েছে।চিকিৎসা সংক্রান্ত কাজ করার পরই তিনি রাত্রে ফিরে এসে এই গ্যালারিতে সময় দেন আর ছুটি ছাটার দিনে তিনি প্রশিক্ষণ দিয়ে থাকেন তার শিক্ষানবিশদের। তার একটাই স্বপ্ন “এই ছবি এঁকে যেন স্বাবলম্বী হতে পারে তার পর ছাত্র ছাত্রীরা”।
অন্যদিকে এই গ্যালারি পেয়ে খুশি তার ছাত্র ছাত্রী তনুশ্রী হাতি,মধুমিতা দাস,সেলিনা আলম,বিশাল ঘড়ায় রা বলেন এই ধরনের আর্ট গ্যালারি মেদিনীপুর শহরে কোথাও আছে বলে আমাদের জানা নেই।আমাদের স্যার আন্তরিকতার সঙ্গে এটি করেছেন এবং আমাদের হাত ধরে আঁকা শেখান।