Bibiganja Durga pujo : এবারে সর্বশক্তি সনাতনী কোথায় হচ্ছে? দেখতে আসতে হবে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সর্বশক্তি সনাতনী রূপ প্রকাশ পাচ্ছে বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসবে। এই বছর এই পুজো পড়লো ৫৭ তম বর্ষে। বাজেট ধরা হয়েছে কম করে ৮ লক্ষ টাকা। এই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এবার থিম মনে মোক্ষদা,প্রাণে পার্বতী।পুজো উদ্বোধন হচ্ছে এবারে চতুর্থীতে।এছাড়াও অষ্টমীতে ভোগ,নবমীতে অন্ন ভোগের পাশাপশি পাড়ার লোকেদের নিয়ে প্রীতি ভোজের আয়োজন করেছে উদ্যোক্তারা। চতুর্থী থেকে খুলে দেওয়া হবে দর্শনার্থীর জন্য দরজা,এই থিম দেখার জন্য।প্রতিমার দায়িত্বে কুমোরটুলি।

পুজো কমিটির সভাপতি রতন চন্দ্র কুন্ডু বলেন প্রতি বছরের মতো আমরা এবারেও নানা রকম অনুষ্ঠান কর্মসূচি রেখেছি এই পুজো মণ্ডপে। এছাড়াও দর্শনার্থীদের জন্য আমরা চতুর্থীতেই মণ্ডপের দরজা খুলে দেব।আমাদের এবারের থিম নজর কাড়বে শহর ও জেলার মানুষের।


Share

dnews.in