Black flag to Governor : ফেরার পথে রাজ্যপাল কে কালো পতাকা তৃণমূল যুবশক্তির! বিজেপির দালাল বলেও কটাক্ষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

দফায় দফায় রাজ্যপাল কে ঘিরে বিক্ষোভ দেখালো তৃণমূল।কোথাও তৃণমূলের ছাত্র পরিষদ,তো কোথাও তৃণমূলের যুব বাহিনী,আবার কোথাও অভিষেকের যুবশক্তি বাহিনী কালো পতাকা নেড়ে বিক্ষোভ দেখালো রাজ্যপালকে। ফেরার পথে যুবশক্তি কর্মীরা পার্টি অফিসার সামনে থেকে কালো পতাকা নেড়ে বিক্ষোভ দেখান রাজ্যপালের কনভয়ের গাড়ি লক্ষ্য করে। স্লোগান দেন রাজ্য থেকে দূর হওয়ার। প্রসঙ্গত এদিন রাজ্যপাল মেদিনীপুরে এসেছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২ তম সমাবর্তন অনুষ্ঠানে।

প্রসঙ্গত প্রসঙ্গত এদিন মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে ছুটে আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দীর্ঘ তিন বছর পর সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের।এই অনুষ্ঠানে প্রায় ৪৮০ জন পড়ুয়া ডিগ্রি সার্টিফিকেট পাবে।এই স্বীকৃতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে রাজ্য পাল তুলে দেবেন সেই এডুকেটেড পড়ুয়াদের হাতে।এবারের সমাবর্তন ২২ তম বর্ষ। উল্লেখ্য মাঝের তিন বছর কোনরকমই সমাবর্তন অনুষ্ঠান হয়নি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জটিলতার কারণে। ফলে সেইসব জমে থাকা পড়ুয়াদের হাতে ডিগ্রি সার্টিফিকেট তুলে দেওয়া হয় তুলে দেওয়া হয়।


Share

dnews.in