Blood Donation Camp: এই তীব্র গরমেও রক্তদান শিবির!সেঞ্চুরি হাঁকিয়ে 147 জন রক্তদাতা রক্ত দিলেন এই শিবিরে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

রবিবার ৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেও মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় ৯ নম্বর ওয়ার্ডের ভগবতী শিশু শিক্ষায়তনে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান উৎসব।এই গ্রীষ্মের মরসুমে মেদিনীপুর ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগানে টান পড়েছে।গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ওই রক্তদান শিবির। ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু বলেন সকাল থেকেই রক্তদাতারা রক্ত দিতে উৎসাহ প্রায় ২০০ জন মানুষ নাম নথিভুক্ত করেছে এই l শিবিরে।তবে শেষ পর্যন্ত মধ্যে ১৪৭ জন রক্তদাতা রক্তদান করলেন।এর মধ্যে ২৩ জন মহিলা ও ১২৪ জন পুরুষ।

রক্তদান শিবির

একদিকে তীব্র গরম যে গরম আর সহ্য করা যাচ্ছে না আর অপরদিকে তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট।বহু রোগী যারা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিভিন্ন নার্সিংহোমে তারা প্রয়োজনীয় রক্ত পাচ্ছেন না।এই অবস্থায় সেই রক্তের সংকট মেটাতে ঝাঁপিয়ে পড়ল মেদিনীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।এইদিন ৯ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগেও মেদিনীপুর পৌরসভার সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।যে শিবিরে ২৩ জন মহিলা সহ ১৪৭ জন রক্তদাতা রক্ত দান করেন।প্রথমে মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই শিবিরের শুভ সূচনা করেন পৌরপ্রধান সৌমেন খান।ভার্চুয়াল পদ্ধতিতে মোবাইলে সকল রক্তদাতাদের শুভেচ্ছা বার্তা জানান এবং শিবিরের সাফল্য কামনা করেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া।প্রধান অতিথির আসন অলংকৃত করেন তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা।

এই শিবিরে উপস্থিত ছিলেন উপপৌর প্রধান অনিমা সাহা,কাউন্সিলর মিতালী ব্যানার্জি,সীমা ভকত,সত্য সুন্দর পড়িয়া,ইন্দ্রজিৎ পানিগ্রাহী,সমাজসেবী অনয় মাইতি,শ্যামল দাস,বুদ্ধ মহাপাত্র ,সঙ্গীতা ভট্টাচার্য, আইনজীবি তীর্থঙ্কর ভকত, অসিত মন্ডল,জগন্নাথ দাস,বিদ্যুৎ দাস,ওয়ার্ড কমিটির সম্পাদক মুরলীমোহন মান্না,কাজরি বসু,সুরেশ ভূঁইয়া, শিবব্রত ভূঁইয়া,নবেন্দু সেন,জ্ঞানেন্দ্রনাথ ভূঁইয়া,লক্ষীকান্ত মন্ডল,দুলাল আঢ্য,ড. কিংশুক বসু,ড. সুশীল পরিয়া, গৌতম ডোগরা,পার্থ প্রতিম মন্ডল সহ ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিগণ। এই রক্তদান শিবির কে ঘিরে ওয়ার্ডে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। রক্তদাতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কাউন্সিলার এবং পৌর প্রধানরা।

ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব বসু বলেন,’রক্তদান মানেই জীবনদান”।মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতি মেটাতেই এই রক্তদান শিবির আয়োজন করা হয়েছে মেদিনীপুর পৌরসভার উদ্যোগে।এই শিবির মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা সেই সঙ্গে মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ায় আদর্শ কে সামনে রেখে করা।প্রতিবছরের মত এবছরও ৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরা সারা বছর দলের পক্ষ থেকে মেদিনীপুর শহরবাসীর সেবায় থাকি।তাই এই তীব্র গরমে রক্তের সংকট মেটাতেই আমরা হাজির হয়েছি।


Share

dnews.in