নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
আগামীকাল আইন অমান্যের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা এরই সঙ্গে এসপি অফিস ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে আর তারই আগে তড়িঘড়ি সিসিটিভিতে মুড়ে ফেলা হলো পুলিশ দপ্তর চত্বর।এরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শহরে। আর যা নিয়েই রাজনৈতিক কটাক্ষ পাল্টা কটাক্ষ।এইদিন আগামীকালের ১৪৪ ধারা জারি নিয়েও একটি গাড়ি ঘোরানো হয় শহর জুড়ে।
প্রসঙ্গক্রমে বলা যায় আগামীকাল বিজেপির যুব মোর্চার আইন অমান্য এবং সেই সঙ্গে পুলিশ সুপার দপ্তর ঘেরাও এর ডাক দিয়েছে মূলত বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে।সেই দাবিদাওয়া গুলি হল রাজ্যজুড়ে অন্যায়,অপশাসন, পুলিশের অত্যাচার,বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং মেদিনীপুর পুলিশ সুপারের তোলাবাজির অভিযোগ তুলে এই আইন অমান্য আন্দোলন। যে আন্দোলনের নেতৃত্ব দেবার কথা রয়েছে বিজেপি সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষের।এরই সঙ্গে কয়েক হাজার বিজেপি যুব মোর্চা কর্মী এই আন্দোলনে অংশ নেবে বলে সূত্র অনুযায়ী খবর।আর সেই প্রেক্ষিতেই এবার কঠোর হাতে দমন সেই সঙ্গে এই আইন অমান্যর ঘটনায় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি না হয় সেই জন্যই তড়িঘড়ি সিসিটিভি লাগাতে তৎপর হলো মেদিনীপুরের পুলিশ প্রশাসন।
এই দিন দেখা গেল পুলিশ সুপারের বাংলো থেকে পুলিশ সুপার দপ্তর এলাকায় তড়িঘড়ি সিসিটিভি লাগাতে।একের পর এক সোজা এবং উল্টো দিক দু মুখ করেই লাগানো হচ্ছে।এরই সঙ্গে সন্ধ্যেবেলায় প্রশাসন থেকে একটি গাড়ি ঘোরানো হয় শহরের রিং রোড এলাকায়।যাতে জানানো হয় আগামিকাল ওই পুলিশ সুপার দপ্তর এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। আর যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তরজা।
এই সিসিটিভি লাগানো নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি জেলা মুখপত্র অরূপ দাস বলেন পুলিশ একটা প্ররোচনামূলক ব্যবস্থা করতে চাইছে আগামীকালের কর্মসূচিতে।আমরা যদিও কোন প্ররোচনায় পা দেব না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন পুলিশ তৃণমূলের চটি চাটা দালাল।পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে তিনি বলেন যিনি পুলিশ সুপার হিসেবে বর্তমানে রয়েছেন তিনি পুলিশ সুপারের থেকে তৃণমূলের ক্যাডার বেশি।তিনি তৃণমূলকে বেশি বেশি সুবিধা করে দেন।তাই এই পুলিশ সুপারের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলনে নামতে হয়েছে।এরই সঙ্গে পুলিশ সুপার এবং আইসি বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেন এই বিজেপি নেতা।