CPIM Sammelon: শহরের একটি লজে অনুষ্ঠিত হলো CPIM পূর্ব এরিয়া কমিটির সম্মেলন!পুনরায় সম্পাদক পদে কুন্দন গোপ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) মেদিনীপুর শহর পূর্ব এরিয়ার তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের পার্শ্বনাথ চকের একটি লজে।এই সম্মেলন উপলক্ষ্য মঞ্চের নাম করা হয়েছিল প্রয়াত পলি সুর,তপন পাল,সমীর জানা ও অরুণ মিত্রের নামে এবং সম্মেলন স্থলের নাম করন করা হয়েছিল প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরির নামে।

মূলত সম্মেলন শুরুর আগে প্রকাশ‍্য সমাবেশ অনুষ্ঠিত হয়।সেই সমাবেশে বক্তব‍্য রাখেন দলের ভারপ্রাপ্ত জেলা সম্পাদক বিজয় পাল,জেলা কমিটি সদস্য সারদা প্রসাদ চক্রবর্তী,কমল ঘোষ প্রমূখ।সম্মেলন শুরুর প্রাক্কালে দলের পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতৃত্ব কীর্তি দে বক্সী।আনুষ্ঠানিক ভাবে সম্মেলন উদ্বোধন করেন জেলা সম্পাদক মন্ডলী সদস‍্য সুকুমার আচার্য।এইদিন সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন পার্টি এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ এবং আয়-ব্যয়ের হিসেবে পেশ করেন বিদায়ী কোষাধ্যক্ষ দুলাল দত্ত।সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন শাখার 17 জন প্রতিনিধি।পর্যবেক্ষণ মূলক বক্তব্য বক্তব‍্য রাখেন পার্টি জেলা ভারপ্রাপ্ত সম্পাদক বিজয় পাল।সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড তাপস সিনহা,জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৌগত পান্ডা,জেলা কমিটির সদস্য জয়দীপ খাটুয়া,পাপিয়া চৌধুরী প্রমুখ।

এই সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে 17 জনের নতুন এরিয়া কমিটি গঠিত হয়।সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন কুন্দন গোপ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in