নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
পড়ার শেষে বা সাথে সাথে ক্যারিয়ার মুখী পরামর্শ দিতে মেদিনীপুরে ঘটা করে উদ্বোধন হলো Eduvedic সেন্টারের।অতিরিক্ত জেলাশাসক ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ও বিশিষ্ট মানুষজনের সমন্বয়ে এই সেন্টারের পথ চলা শুরু মেদিনীপুরে।
ছাত্রজীবনের পড়াশোনা শেষ করে কোন দিকে যাওয়া উচিত ইঞ্জিনিয়ারিং না মেকানিক্যাল?কর্পোরেট না নিজেই স্টার্টআপ বিজনেস শুরু করবেন!এই সকল সংক্রান্ত উঠতি পড়ুয়াদের পরামর্শ দিতে চালু হলো মেদিনীপুরে Eduvedic সেন্টারের।যার উদ্দেশ্যই হল ক্যারিয়ার মুখি করা তরুণ প্রজন্মকে।এদিন মেদিনীপুর শহরের অশোক নগরে এক আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেন্টারের উদ্বোধন হয়।এই সেন্টারের উদ্বোধন করেন মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নায়েয়া। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তপন কুমার দে,অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অয়ন কুন্ডু,মেদিনীপুরের পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়,বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ সাঁতরা সহ বিশিষ্ট অতিথিরা।
এদিন এই বিশিষ্ট অতিথিরা এই সংস্থা সম্পর্কে এবং নতুন প্রজন্মের পড়ুয়াদের ক্যারিয়ার প্রসঙ্গে বিভিন্ন পরামর্শ দেন।শুধু চাকরি বাকরি নয়,সেই সঙ্গে নিজস্ব ব্যবসা করারও পরামর্শ দিয়ে থাকেন এই অতিথিরা।এই দিনের এই সমগ্র অনুষ্ঠানের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন সংস্থার ডিরেক্টর আশীষ সামন্ত।
বিষয়ে সংস্থার ডিরেক্টর আশীষ সামন্ত বলেন, “পড়াশোনা শেষ করে ছাত্র-ছাত্রীরা বিভ্রান্ত হয়ে যায়,তারা কোন পথে যাবে।কোন চাকরি করবে বা কোন সংস্থায় যোগ দেবে!সেই সকল তরুণ প্রজন্মকে সঠিক কেরিয়ার মুখে গড়ে তুলতে আমাদের এই সংস্থার উদ্বোধন।আমরা তাকে পরামর্শ দিয়ে সঠিক দিশা দেখাবো”।