নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
সাধারণতন্ত্র দিবসের খুশিতে প্রীতি ম্যাচের আয়োজন প্রশাসনের।আর তাতে অংশগ্রহণ করল মিডিয়া একাদশ ভার্সেস প্রশাসন একাদশ। যদিও ১৫ ওভারের খেলাতে শেষে ব্যাট করতে নেমে এক ওভার তিন বল হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় প্রশাসন একাদশের আধিকারিকরা। খেলা শেষে ট্রফি গুলি তুলে দেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলাশাসক খুরশিদ আলী কাদরী।
গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে ও রিপাবলিক ডে অর্থাৎ সাধারণতন্ত্র দিবস পালিত হলো সাড়ম্বরে।এইদিন নিয়ম এবং নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পুলিশ লাইন মাঠে এই সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হয়।যেখানে প্রথমে পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক খুরশিদ আলী কাদরী।এই দিন জেলা শাসক পতাকা উত্তোলনের সাথে সাথে তিনি জেলাবাসীর জন্য শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন জ্ঞাপন করেন।এরই সঙ্গে রাজ্য সরকারের নতুন বার্তা পৌঁছে দেন জেলা বাসির কাছে। এরপরে অরবিন্দ স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হন প্রশাসন একাদশ বনাম মিডিয়া একাদশের খেলোয়াড়রা।
এই প্রীতি ম্যাচ টানটান উত্তেজনার মধ্যেই ১৫ ওভারের খেলা সম্পূর্ণ হয়।এই খেলায় প্রথমে টসে জিতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় মিডিয়া একাদশ।ফলে প্রথমে ব্যাট করতে নেমে মিডিয়া একাদশ নির্দিষ্ট ১৫ ওভারে রান করে ১৩৪। যদিও পাল্টা এরান তাড়া করতে নেমে ১৩ ওভার তিন বলেই প্রয়োজনে রান তুলে নেয় প্রশাসন একাদশ।অতি সহজেই তারা জিতে যায় এই ম্যাচে উইকেট হাতে রেখেই।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয় প্রশাসনের একাদশের হয়ে গুড়গুড়ি পাল থানার ওসি সুজয় লায়েক।যদিও এই প্রীতি ম্যাচ শেষ করার পরে পুরস্কার গুলি তুলে দেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলা শাসক খুরশিদ আলী কাদরী।এই প্রীতি ম্যাচ রীতিমত টানটান উত্তেজনার মধ্য দিয়ে উপভোগ করে দর্শকরা।