Dana Landfall:’ডানা’র ল্যান্ডফল নিয়ে তৎপর জেলা প্রশাসন!হাজারের উপর ক্যাম্প করে সরানো হচ্ছে প্রসূতি, ডায়ালিসিস ও হার্টের পেশেন্টদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ডানার আতঙ্কে পূর্বের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর।ইতিমধ্যে প্রশাসন অতি তৎপরতার সঙ্গে খুলে ফেলল শিবির। যেখানে খাবারদাবার জল সহ বেবি ফুড এবং মোবাইল চার্জের ব্যবস্থা রাখা হচ্ছে।বর্ডার এলাকার মানুষজনকে মাইকিংয়ের প্রচারের মাধ্যমে এই ক্যাম্পে আসার আবেদন প্রশাসনের।

প্রশাসনিক বৈঠক

দুর্গাপুজোর আগে টানা বৃষ্টি এবং তাতেই ডিভিসি ছাড়া জলে লন্ডভন্ড হয়েছিল জেলা গোটা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকা।জলমগ্ন পরিস্থিতি হয়ে উঠেছিল।সেই অবস্থার এখন শেষের দিকে ইতিমধ্যে জল নামতে শুরু করায় ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন।তবে তার মধ্যে আবার নতুন করে কালীপুজোর আগে ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে পশ্চিম মেদিনীপুর।মূলত আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ডানার প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতি।যাতে বিপর্যয় দেখা দিবে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বর্ডার এলাকা।বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত মোহনপুর,কেশিয়াড়ি সহ খড়গপুর সাব ডিভিশনের বিস্তীর্ণ এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয় পরিস্থিতি দেখা দিতে পারে।তাই তড়িঘড়ি নবান্নের নির্দেশে জেলা প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখে শিবির খোলার পাশাপাশি যাবতীয় বিষয় নিয়ে প্রস্তুত হয়ে রইল। এই দিন এক সাংবাদিক বৈঠক করেই সেই বিষয়ে যাবতীয় তথ্য তুলে দিলেন জেলা জেলাশাসক খুরশিদ আলী কাদরী।মূলত তিনি বলেন এই প্রাকৃতিক বিপর্যয় কতটা ভয়াবহ হবে তা নিয়ে বারে বারে বৈঠক করা হয়েছে রাজ্যের সাথে।আমরাও সব বিষয়ে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন ইতিমধ্যে প্রায় এক হাজারের মতন শিবির খোলা হয়েছে।বর্ডার এলাকাগুলোর বেশ কয়েকটি অঞ্চলে মানুষজনকে মাইকিং এর মাধ্যমে প্রচার করে চলে আসতে বলা হয়েছে ক্যাম্পে।সেই সঙ্গে অতি তৎপরতার সঙ্গে প্রসূতি,ডায়ালিসিস আক্রান্ত রোগী এবং হার্টের রোগীদের ওই কাঁচা বাড়ি ছেড়ে ক্যাম্পে নিয়ে আসার জন্য মাইকিং করা হচ্ছে।এরই সঙ্গে জেলা পুলিশ NDRF টিম,রিলিফ টিম সহ যাবতীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হচ্ছে।এই ত্রাণ শিবির গুলিতে মোবাইল চার্জার,খাবারদাবার,জল, বাচ্চাদের বেবি ফুড সহ যাবতীয় ব্যবস্থা রাখার হচ্ছে যাতে মানুষজন এসে কোনভাবে সমস্যার না পড়তে পারে।প্রয়োজন ভিত্তিক আরো ক্যাম্প গড়ে তোলা হবে।জেলাশাসক এইদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মাধ্যমে এক বার্তায় আবেদন করেন যাতে এই শেষ প্রান্ত বর্ডারের মানুষজন এই দুটো দিন যেন ক্যাম্পে চলে আসে। পাশাপাশি পুলিশ সুপার ধৃতিমান সরকার ও তার আবেদনে এলাকার মানুষকে ক্যাম্পে আসার আবেদন জানান।

এদিন এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদরী।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in