নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গোটা দেশ জুড়েই সংকুচিত কর্মসংস্থান।লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন ভিন্ন রাজ্যে এবং দেশে কাজে করছে,মানুষ পাচ্ছে না তার ন্যায্য মূল্য ও কাজের নিরাপত্তা।তাই এবার ইনসাফ যাত্রায় নামছে বাম যুব ফেডারেশন ডিওআইএফআই। চলবে প্রায় দু মাস ধরে।
প্রসঙ্গত কয়েক বছর ধরেই রাজ্য ও কেন্দ্রে কর্মসংস্থান সংকুচিত।কি রাজ্য কি কেন্দ্র কেউই কাজের সুনিশ্চিত গ্যারান্টি দিতে পারছে না।বহু জায়গায় হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ করছেন,আটকা পড়ছেন।দেশ বিদেশেও ছড়িয়ে রয়েছে এই পরিযায়ী শ্রমিকরা।তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না।এছাড়াও ধর্মের নামে হানাহানি মারপিট চলছে তাতে মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ তৈরি হচ্ছে। যার ফলে অন্যদিকে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে এবং পাঠ্যসূচি থেকে রবীন্দ্র নজরুলকে উঠিয়ে দিয়ে ভেদাভেদ তৈরি করছে বর্তমান সরকার।তাই এবার পথেই হবে পথ চেনা। রাস্তায় নামতে চলেছে বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই।
আগামী ৩ ই নভেম্বর কোচবিহার থেকে এই ইনসাফ যাত্রা শুরু হবে।এরপর ডিসেম্বর অবশেষে জানুয়ারী ৭ তারিখে ব্রিগেডে গিয়ে শেষ হবে এই ইনসাফ যাত্রা।প্রায় দু মাস ধরে চলবে এই ইনসাফ যাত্রার কর্মসূচি। মিছিলে অংশগ্রহণ করবে কিশোর,তরুণ,বয়স্ক সহ সমস্ত ধর্মের এবং ধরনের মানুষজন।এই ইনসাফ যাত্রার কোচবিহার থেকে উদ্বোধন করবেন কমরেড মীনাক্ষী মুখার্জি।তাই রীতিমতো পোস্টার দিয়ে এই ইনসাফ যাত্রার কর্মসূচি প্রচার করলো বাম যুব সংগঠনের নেতৃত্ব।পুজোর মধ্যেই এই ইনসাফ যাত্রা শুরু করতে চাইছে বামেরা। মূলত লোকসভা ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে নিজেদের সংগঠন মজবুত করতে এই যাত্রা বলেই মত রাজনৈতিক মহলে।