
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বিপ্লবী বিমল দাশগুপ্তের জন্মদিনে কলেজের রবীন্দ্র সার্ধ শতবর্ষ সভাগৃহে একটি আলোচনা অনুষ্ঠিত হয়।’অবিভক্ত মেদিনীপুর জেলার বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্যায়” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা অপর্ণীতা ভট্টাচার্য।

মেদিনীপুর শহরের কে ডি কলেজ অব্ কমার্স এন্ড জেনারেল স্টাডিজের কেন্দ্রীয় গ্রন্থাগার,আই কিউ এ সি এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের যৌথ উদ্যোগে মঙ্গলবার বিপ্লবী বিমল দাশগুপ্তের জন্মদিনে কলেজের রবীন্দ্র সার্ধ শতবর্ষ সভাগৃহে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। ‘অবিভক্ত মেদিনীপুর জেলার বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় পর্যায়” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা অপর্ণীতা ভট্টাচার্য। চারা গাছে জল ঢেলে এবং বিপ্লবীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আলোচনা সভার সূচনা হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমন্বয় সংস্থার ইউনিট সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অঞ্জলি সিনহা।

স্বাগত বক্তব্য রাখেন সভার আহ্বায়ক কলেজের গ্রন্থাগার বিভাগের প্রধান মিলন কুমার সরকার।সভায় সভাপতিত্ব করেন কে ডি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক উত্তম কুমার জানা।মুখ্য আলোচক অধ্যাপিকা অপর্ণীতা ভট্টাচার্য অবিভক্ত মেদিনীপুর জেলায় বিপ্লবী আন্দোলন ও বিপ্লবী কর্ম প্রচেষ্টার বিভিন্ন দিক তুলে ধরেন।আলোচনা সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের সম্পাদক তারাপদ বারিক।এই অনুষ্ঠানে সমন্বয় সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ বিমল কুমার গুড়িয়া, অধ্যাপক ডাঃ শ্রীমন্ত সাহা, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক অনাদি কুমার জানা, সহ-সভাপতি সবিতা মান্না, সহ-সম্পাদক দ্বয় অতনু মিত্র ও সুদীপ কুমার খাঁড়া,সহ কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস।

এছাড়াও ছিলেন কার্যকরী সমিতির সদস্যা মণীষা ভট্টাচার্য,সদস্য অধ্যাপক ডঃ বিবেকানন্দ দাস মহাপাত্র,অধ্যাপিকা ডঃ পলি ভট্টাচার্য্য বসু,সদস্যা শিল্পাশ্রী ঘোষ প্রমুখ।এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।