Laxmi Bhandar Increase:500 বেড়ে 1000 টাকা!শঙ্খ বাজিয়ে মিছিল তৃণমূল মহিলার কর্মীদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন লক্ষীর ভান্ডার টাকা দ্বিগুণ করার। জেনারেলদের ৫০০ টাকা বাড়িয়ে হাজার টাকা এবং তপশিলি জাতি মহিলাদের হাজার টাকার পরিবর্তে ২০০ বাড়িয়ে ১২০০ টাকা দেবেন।লোকসভা ভোটের মুখে এই ঘোষণায় সারা রাজ্যে মহিলাদের মধ্যে খুশির হাওয়া।এই দিন সেই মুখ্যমন্ত্রীর ঘোষণায় উৎফুল্ল হয়ে বর্ণাঢ্য মিছিল করলো তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্ব দেন মহিলা নেত্রী মৌ রায়।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন লক্ষী ভান্ডারে এবার থেকে ৫০০ র বদলে মিলবে ১০০০ টাকা প্রতিমাসে। আর এই ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে আনন্দের ধারা বয়েই চলেছে। শনিবার মেদিনীপুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের নান্নুরচকস্থিত কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।মহিলা তৃণমূলের সভাপতি মৌ রায়ের নেতৃত্বে এই শোভাযাত্রাটি হয়। শোভা যাত্রা থেকে পথ চলতি মানুষদের চকোলেট খাওয়ানো হয়। দিদিকে ধন্যবাদ জানিয়ে এই শোভাযাত্রায় পা মেলান শতাধিক মহিলারা।তাসা বাজিয়ে,নেচে নেচে চলে শোভাযাত্রা।উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ পাণ্ডব,নির্মাল্য চক্রবর্তী,সত্য পইড়্যা,পূর্ণিমা পইড়্যা,লিপি বিষয়,সংঘমিত্রা পাল সহ সকল নেতা কর্মীরা।


Share

dnews.in