নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল মন্ডল মাঠ ক্রিকেট লাভারস এর আয়োজনে রামনবমী কাপ 2024। এবছর 11 টি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিআরএম বাঁকুড়া দল।এদিন উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ চ্যাম্পিয়নদের হাতে কাপ তুলে দেন এবং অভিবাদন জানান।অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠার জন্য সবাইকে শুভেচ্ছা জানান ক্লাব উদ্যোক্তা শিবু রানা।
প্রতি বছরের ন্যায় এ বছরও মন্ডল মাঠ ক্রিকেট লাভারসের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল রামনবমী কাপ 2024।এবছর এই ক্রিকেট প্রতিযোগিতা চতুর্থতম বর্ষে পদার্পণ করলো।এই খেলার উদ্বোধন হয়েছিল মেদিনীপুরের নব্য নির্বাচিত বিধায়ক সুজয় হাজরার হাত ধরে।গত দুদিন ব্যাপী এ খেলায় অংশগ্রহণ করেছিল মোট 12 টি দল। টানটান উত্তেজনার মধ্য দিয়ে দু’দিনব্যাপী চলে এই ক্রিকেট প্রতিযোগিতা মেদিনীপুর শহরের মন্ডল মাঠে।এ খেলা উপভোগ করতে মাঠে দু’পাশে উপস্থিত হয়েছিল অসংখ্য দর্শক।এন্ড্রয়েড মোবাইল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের যুগে মাঠের খেলাকে প্রাধান্য দিয়েছিল তরুণেরা।যদিও দু’দিনব্যাপী টানটান উত্তেজনার মধ্যে খেলা শেষে চ্যাম্পিয়ন হয় পিআরএম বাঁকুড়া।অন্যদিকে ফাইনালে হেরে গিয়ে রানার্স হয় সায়ন ইলেভেন আনন্দপুর।এদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রবাদ-প্রতিম ক্রিকেটার ধোনির একনিষ্ঠ বন্ধু দীপক সিং।
এছাড়াও এই দিন বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজান কাদরী,আইনজীবী রবীন্দ্রনাথ সিংহ,শিক্ষক পিন্টু সামন্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এই খেলার আয়োজনে এবং খেলা পরিচালনায় যারা উদ্যোগী হয়েছিল তাদের মধ্যে অন্যতম হলো উৎপল,সুমন,স্বরূপ, সায়ন ও আদিত্য।যদিও বছরের পর বছর ধরে এই খেলা আয়োজনে মূল উদ্যোক্তা হল শিবু রানা।এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবমুখর।
এ বিষয়ে প্রধান উদ্যোক্তা শিবু রানা বলেন,”মূলত এই মোবাইল থেকে মানুষকে রেহাই দিতে খেলার মাঠে অংশগ্রহণ করানো।আর তাই প্রতিবছরের মতে এ বছরও আমরা মোট 12 টি দল নিয়ে এই খেলা অনুষ্ঠিত করেছি। এই খেলায় বহু তরুণ ও যুবক এগিয়ে এসেছে।আমরা নির্দিষ্ট কর্মসূচি এবং নির্ধারিত পুরস্কার হিসেবে ট্রফি তুলে দিয়েছি চ্যাম্পিয়ন ক্লাব কর্তৃপক্ষকে।আগামী দিনে আরও বড় ধরনের খেলার আয়োজনে আমরা ব্রতী হব।