Medical College:24 ঘন্টা মধ্যেই নোটিশ পরিবর্তন মেদিনীপুর মেডিক্যাল কলেজের!কত প্রভাব শালী ভাবুন,মন্তব্য আতঙ্কিত ডাক্তারদের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

হাসপাতালে যখন তখন ঢুকে জুনিয়র ডাক্তার এবং পড়ুয়াদের হুমকি এবং পাস না করানো হুমকি দেওয়া শাসক দলের নেতার নোটিশে পাল্টা নোটিশে উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল কলেজ।যদিও এই নিয়ে প্রভাবশালী তকমা পড়ুয়াদের।তবে আন্দোলনে যাওয়ার হুমকি এই পড়ুয়া সহ ডাক্তারদের।

নোটিস পরিবর্তনে আতঙ্ক

২৪ ঘন্টা কাটল না তার মধ্যেই নোটিশ পরিবর্তন করল মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যা ঘিরে চাঞ্চল্য মেদিনীপুর শহরজুড়ে।মূলত গতকাল মেদিনীপুরে জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্টরা প্রিন্সিপাল কে ঘেরাও করেছিল কয়েক ঘন্টা।তাদের দাবি ছিল শাসকদলের নেতার বিরুদ্ধে।যেখানে তারা বেশ কিছু অভিযোগের সঙ্গে উল্লেখ করেছিল ওই শাসক দলের নেতা যখন তখন হাসপাতালে ঢুকে যাকে তাকে হুমকি দেয়,ভয় দেখায় রাগিং করে এবং প্রয়োজনে পড়াশোনা বন্ধ করার হুমকিও দেয়।যদিও সেই ঘটনায় প্রিন্সিপাল কর্তৃক একটি নোটিশ জারি হয়,এদিন সকালে।তাতে ওই শাসকদলের নেতা কে হাসপাতালে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।এরই সঙ্গে স্টুডেন্টদের দাবি-দাওয়াতে সিলমোহর দিয়েছিল তারা।কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে নতুন করে নির্দেশিকা জারি করে জানানো হলো।যেখানে দেখানো হয়েছে তৃণমূল ছাত্র নেতা মুস্তাফিজুর রহমান মল্লিক এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাউস স্টাফ হিসেবে কর্মরত।শুধু তাই নয়, মুস্তাফিজুর রহমান মল্লিক ও তার সঙ্গী বেশ কয়েকজন ডাক্তারের বিরুদ্ধে আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বৃহস্পতিবার জানানো হলেও শুক্রবার নির্দেশিকায় দেখা যায় বদল আনা হয়েছে।

সেখানে এও যোগ করা হয়েছে আন্দোলনরত চিকিৎসা পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দেওয়া নোটিশ “নট ভেরিফাইড”।উল্লেখ্য, শুক্রবার বিকেলেই শাসক দল ঘনিষ্ঠ বেশ কিছু জুনিয়ার ডাক্তার মেদিনীপুর মেডিকেল কলেজ এর প্রিন্সিপালের সাথে সাক্ষাৎ করে।এরপরই তড়িঘড়ি মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা হয় এই নির্দেশিকা। ফের নতুন করে চর্চায় মেদিনীপুর মেডিকেল কলেজের মোস্তাফিজুর রহমান মল্লিক।

যদি ওই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজের কর্ম বিরতিতে যোগ দেওয়া ডাক্তাররা বলেন,”দেখলেন ২৪ ঘন্টার মধ্যে কিভাবে নোটিশ পরিবর্তন হয় এর থেকে বোঝা যায় উনারা কতটা প্রভাবশালী।তবে এই বিষয় নিয়ে এখনই আমরা বড় কিছু মন্তব্য করব না আমরা আমাদের মধ্যে আলাপ আলোচনা করব এরপর আমরা আমাদের দাবিগুলো জানাবো। এরই সঙ্গে দিন তারা জানান আমরা সোমবার থেকে প্রয়োজন হলে আন্দোলন আবার শুরু হবে নতুন করে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in