Medinipur Vote:জনতা জনার্দন বন্দি স্ট্রং রুমে!সিসিটিভি নজরদারি সঙ্গে নিজে খতিয়ে দেখলেন শাসক দলের প্রার্থী

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

আগামী 23শে নভেম্বর খোলা হবে ইভিএম মেশিন।যদিও এখন জনতা জনার্দনের রায় বন্দী স্ট্রংরুমে।তবে দলীয় এজেন্ট এর পাশাপাশি এবার নিজেও এক প্রস্থ ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।পুরো পরিস্থিতি খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

স্ট্রংরুম পরিদর্শন

সাড়ে তিন বছরের মাথায় ফের নির্বাচন হয়েছে আর পাঁচটা বিধানসভার পাশাপাশি মেদিনীপুর বিধানসভার। সেই জনতা জনার্দনের রায় বন্দি এখন স্ট্রংরুমে।যদিও কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তা সেই সঙ্গে সিসিটিভি নজরদারিতে রয়েছে এই ইভিএম মেশিনগুলি। আগামী 23 শে নভেম্বর সকাল বেলায় এই মেশিন খোলা হয়ে গণনা হবে।তাতে যা রায় হবে তাই মেনে নেবে শাসক ও বিরোধী দলের প্রার্থীরা।যদিও এখন সেই স্ট্রং রুমে রয়েছে কড়া প্রহরা।মূলত এই স্ট্রংরুম করা হয়েছে মেদিনীপুর কলেজে। এই স্ট্রং রুমে দেখভালের জন্য শাসকদলের এজেন্টের পাশাপাশি রয়েছে সমস্ত বিরোধীদলের এজেন্ট রাও। নির্দিষ্ট পালা করে করে স্ট্রংরুম পাহারা দিচ্ছে শাসক বিরোধীদের এজেন্টরা।যদিও এদিন এই স্ট্রং রুম ঘুরে দেখলেন তৃণমূল প্রার্থী তথা জেলা সভাপতি সুজয় হাজরা।তিনি নজর দারির পাশাপাশি সিসিটিভি গুলো খতিয়ে রাখেন।

প্রসঙ্গত উল্লেখ্য,মেদিনীপুর বিধানসভার 2021 এর বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছিল তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া।কিন্তু সাড়ে তিন বছরের মাথায় তিনি 2024 এর লোকসভা ভোটে দাঁড়িয়ে লোকসভায় জিতে গিয়ে সাংসদ হয়ে যান।এরপর তার ইস্তফার পরেই এই সিটে উপ-নির্বাচনের ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই মোতাবেক উপ নির্বাচন অনুষ্ঠিত হয় গত 13 ই নভেম্বর।এখন দেখার এবারের ভোটে আরজিকরের প্রভাব সেই সঙ্গে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতি কতটা প্রভাব ফেলবে জনমানসে।কারণ সেই প্রভাব থেকেই ভোট বাক্সে জনতা জনার্দন রায় দেবে।

অন্যদিকে রাজ্য সরকারের প্রকল্প সেই সঙ্গে লক্ষী ভান্ডার এবারের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থীর মার্জিন কতটা বাড়বে সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in