নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
গরম পড়তেই বাড়ছে রক্তের সংকট আর এই রক্তের চাহিদা মেটাতে এবার আসরে এলেন হাসপাতালের কর্তব্যরত কর্মীরা।এইদিন মেদিনীপুর হাসপাতালে রক্তের চাহিদা পূরণে তারা দিলেন প্রায় ৫০ টি রক্ত।আর এই রক্তদানে উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট আধিকারিক বৃন্দ।
গ্রীষ্মকালীন রক্তের চাহিদা পূরণে এবার এগিয়ে এলো মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালের কর্তব্যরত কর্মীরা।শনিবার মেডিকেল কলেজ হসপিটাল এর ব্লাড ব্যাঙ্কে আয়োজন ছিল রক্তদান শিবিরের।এই শিবিরে ৫০ জন রক্ত দাতা রক্তদান করেন। হসপিটাল সুপার ডক্টর জয়ন্ত কুমার রাউতের নেতৃত্বে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর মেডিকেল কলেজ হসপিটালে রক্তের যে ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে তা পূরণে হসপিটালে কর্তব্যরত সকল শ্রেণীর কর্মীরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। আগামী দিনেও এই ধরনের রক্তদান শিবির হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।